ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটিশ অভিনেতা স্যার জন হার্ট আর নেই

প্রকাশিত: ০৩:৫৮, ২৯ জানুয়ারি ২০১৭

 ব্রিটিশ অভিনেতা স্যার জন হার্ট আর নেই

সংস্কৃতি ডেস্ক ॥ ‘দ্য এলিফ্যান্টম্যান’ খ্যাত ব্রিটিশ অভিনেতা স্যার জন হার্ট আর নেই। শনিবার মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই প্যানক্রিয়াসের ক্যান্সারের বিরূদ্ধে লড়াই করছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমকে মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে তার লস এ্যাঞ্জেলসের ম্যানেজার জন ক্রসবির ব্রিটিশ মুখপাত্র চার্লস ম্যাকডোনাল্ড। তবে তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। তার মৃত্যুতে শোকাহত মার্কিন নির্মাতা এবং অভিনেতা মেল ব্রুকস টুইট পোস্টে লিখেছেন, জন হার্ট ছিলেন একজন যাদুকরী অভিনেতা। তার মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। এছাড়া এ তারকার মৃতুতে শোকবার্তা জানিয়েছেন ‘লর্ড অব দ্য রিংস’ তারকা এলাইজা উড, ব্রিটিশ অভিনেতা আলফ্রেড মলিনাসহ আরও অনেকেই। গণমাধ্যম জানায়, ২০১৫ সালে এক সাক্ষাতকারে প্যানক্রিয়াসের ক্যান্সারে ভুগছিলেন বলে জানান এ অভিনেতা। এরপর শারীরিক অসুস্থতার জন্য ২০১৬ সালে কাজ করা কমিয়ে দিয়েছিলেন তিনি। প্রায় ছয় দশক ধরে দুই শ’রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন স্যার জন হার্ট। পেয়েছেন বাফটা, গোল্ডেন গ্লোবসহ অনেক পুরস্কার। হার্ট প্রথমবার অস্কার মনোনয়ন পান ১৯৭৮ সালের ‘মিডনাইট এক্সপ্রেস’ চলচ্চিত্রের জন্য। এখানে তিনি ম্যাক্স নামের এক হেরোইন আসক্তের চরিত্রে অভিনয় করেছিলেন, যে জেলে থাকাবস্থায় এক মাদক পাচারকারীর সঙ্গে বন্ধুত্ব করে। তবে হার্ট সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য এলিফ্যান্টম্যান’ চলচ্চিত্রের জন্য, যেখানে তিনি বিকলাঙ্গ জন মেরিকের চরিত্রে অভিনয় করেন। যার বিকৃত চেহারার জন্য ১৯ শতকের লন্ডনে সবাই ভয় করে চলত। এই চলচ্চিত্রে জন মেরিক চরিত্রে জন হার্টের অভিনয়ের কথা ভুলবেন না কেউ। অনেকে বলে থাকেন জন মেরিক চরিত্রটি উৎরেছে কড়া মেকআপ আর ভারী কস্টিউম ব্যবহারের জন্য। আসলে কী তাই। সত্যি বলতে, চতুর অঙ্গভঙ্গি আর বুদ্ধিদীপ্ত কথার ভাঁজে চরিত্রকে অনবদ্য করে তুলেছেন জন হার্ট। এতো ভারি কস্টিউম নিয়ে অভিনয় করাটাও ছিলো বেশ কষ্টকর। কথাগুলোও যাচ্ছিলো কিছুটা জড়িয়ে। কিন্তু ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ চলচ্চিত্রে দুর্দান্ত এক চরিত্রের জন্ম হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। এই চলচ্চিত্র তাকে সেবারের অস্কারে সেরা অভিনেতার অস্কার মনোনয়ন এনে দেয়। তবে অস্কার পাননি তিনি। এছাড়াও ‘হেলবয়’ ‘এলিয়েন’, ‘ডক্টর হু’, ‘হ্যারি পটার সিরিজ’সহ অনেকগুলি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘হ্যারি পটার’ সিরিজের চলচ্চিত্রের চরিত্র মি. ওলাইভেন্ডার চরিত্রেও তিনি ছিলেন অনবদ্য। জীবদ্দশায় শতাধিক চলচ্চিত্র ও বিভিন্ন টিভি সিরিজ এবং মঞ্চে অভিনয় করেন জন। তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘জ্যাকি’ চলচ্চিত্রে। ১৯৪০ সালে ২২ জানুয়ারি ডার্বিশায়ারের চেস্টারফিল্ডে জন্মগ্রহণকারী এই শিল্পী ছয় দশক ধরে অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন। অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু পাননি। পেয়েছেন বাফটা এ্যাওয়ার্ড।
×