ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০ দিনে ৭০ কোটি ডলার রেমিটেন্স এসেছে

প্রকাশিত: ০৩:৫৬, ২৯ জানুয়ারি ২০১৭

২০ দিনে ৭০ কোটি ডলার রেমিটেন্স এসেছে

প্রবাসী বাংলাদেশীরা চলতি মাসের প্রথম ২০ দিনে ৭০ কোটি ১৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে। ওই উপাত্ত থেকে আরও জানা গেছে, প্রবাসী বাংলাদেশীরা বেসরকারী ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৪৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল ব্যাংকের মাধ্যমে চলতি মাসে মোট ১৯ কোটি ৮৮ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৭২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বিদেশী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৭১ কোটি মার্কিন ডলারে রেমিটেন্স দেশে এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। -অর্থনৈতিক রিপোর্টার যুক্তরাষ্ট্রে মেক্সিকোর রফতানি পণ্যে ২০ শতাংশ শুল্ক বসছে অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্ত দেয়ালের খরচ মেক্সিকো দিতে অস্বীকার করায় কৌশলের আশ্রয় নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার থেকে মেক্সিকোর রফতানি করা পণ্যের ওপর ট্রাম্প প্রশাসন ২০ শতাংশ বেশি করারোপ করতে যাচ্ছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে জানা গেছে। ক্ষমতা গ্রহণ করার এক সপ্তাহের মধ্যেই এই নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর খরচ মেক্সিকোর কাছ থেকে আদায় করার কথা বলেছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ সংবাদ প্রকাশ পাওয়ার পর পরই এর বিরোধিতা করেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতো। তিনি বলেছিলেন, এটা মেক্সিকোর সমস্যা নয় এবং মেক্সিকো কখনই এই খরচ বহন করবে না। দেয়াল নির্মাণের ঘোষণার জের ধরেই মেক্সিকোর প্রেসিডেন্ট তার ৩১ জানুয়ারির যুক্তরাষ্ট্র সফর বাতিল করার পর পরই এ করারোপের কথা বলা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×