ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় আলুর দামে হতাশ কৃষক

প্রকাশিত: ০৩:৫৫, ২৯ জানুয়ারি ২০১৭

বগুড়ায় আলুর দামে হতাশ কৃষক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বগুড়ার হাটবাজারে আলুর দাম একেবারে কমে গেছে। এতে কৃষকরা পড়েছেন বিপাকে। একদিকে মড়কের কারণে কম ফলন অন্যদিকে দাম কম হওয়ায় উৎপাদন খরচই উঠছে না তাদের। কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা বলছেন, দাম কমের বিষয়টি সাময়িক। কোল্ড স্টোরেজে আলু রাখা শুরু হলেই বেড়ে যাবে মূল্য। কয়েকদিন আগেও বগুড়ায় আগাম জাতের আলু বিক্রি করে লাভের মুখ দেখছিল এলাকার কৃষক। কিন্তু গত কয়েকদিনের ব্যবধানে আলুর দাম অর্ধেকে নেমেছে। তার ওপর অতি ঠা-া আর ঘন কুয়াশার কারণে আলুর মড়ক লাগায় ফলনও কমে গেছে অনেকাংশে। এ অবস্থায় আলু নিয়ে চরম হতাশার মধ্যে পড়েছেন এলাকার কৃষক। আড়তদার ও পাইকারদের অভিযোগ, অল্প দামে আলু কিনেও লাভ করতে পারছেন না তারা। এর কারণ হিসেবে বলছেন, বাজারে অতিরিক্ত টোল, যানবাহন খরচ আর চাঁদাবাজি। আলুর দাম কমাটা সাময়িক ব্যাপার উল্লেখ করে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ প্রতুল চন্দ্র সরকার বলছেন, কোল্ড স্টোরেজ চালু হলেই দাম বাড়বে। জেলায় এবার ৬৭ হাজার ২শ’ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন আলু। জেলায় ৩৩টি কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে ৩৩ হাজার মেট্রিক টন। সার্টিফিকেট অব মেরিট পুরস্কার পেল চট্টগ্রাম বন্দর অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের আমদানি-রফতানি কার্যক্রমের ৯০ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে। আর বাংলাদেশ কাস্টমসের মাধ্যমে জাতীয় রাজস্ব বড় অংশই এ বন্দর থেকে আদায় করা হয়। ২০১৭ সালে এ বন্দরের অবদানের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরকে সার্টিফিকেট অব মেরিট পুরস্কার প্রদান করেছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। জাতীয় রাজস্ব বোর্ডের অধীন বাংলাদেশ কাস্টমসের কার্যক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অংশীদারিত্বমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে এ পুরস্কার দেয়া হয়েছে। এ প্রসঙ্গে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম খালেদ ইকবাল জানান, আমদানি ও রফতানির জন্য একটি সরকারী রুট চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম সামুদ্রিক বন্দর কাস্টমস এ্যাক্ট ১৯৬৯-এর ৯ ধারা মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষিত শুল্ক বন্দর এটি। তিনি বলেন, ২০১৬ সালে ২৩ লাখ টিউস কন্টেনার এবং ৭ কোটি ৭০ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দর। হাঙ্গার হিরো এ্যাওয়ার্ড পেল মাস্টারকার্ড অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর সম্মাননা ‘হাঙ্গার হিরো ২০১৭’ এ্যাওয়ার্ড পেয়েছে মাস্টারকার্ড। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) এক্সিকিউটিভ ডিরেক্টর এরথারিন কাজিন সংস্থাটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট ও চীফ এক্সিকিউটিভ অফিসার অজয় বাঙ্গার হাতে এ্যাওয়ার্ডটি তুলে দিয়েছেন।
×