ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫২, ২৯ জানুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

ম্যাডোনা বিরক্তিকর! জনপ্রিয় মার্কিন সঙ্গীত তারকা ম্যাডোনাকে ‘বিরক্তিকর’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পবিরোধী সমাবেশে সরব থাকার জেরে ম্যাডোনার ওপর ক্ষেপে গিয়েই তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প বলেন, সে (ম্যাডোনা) সত্যিই বিরক্তিকর মানুষ। প্রকাশ্যে সে যে মন্তব্য করেছে, তা একেবারেই নিন্দার। ম্যাডোনা ‘ট্রাম্পবিরোধী’ নারী সমাবেশে বক্তৃতা দেয়ার সময় হোয়াইট হাউস উড়িয়ে দেয়ার কথা বলেছিলেন। এর পরপরই টেক্সাসের একটি বেতার প্রতিষ্ঠান তার এই বক্তব্যকে ‘অ-মার্কিনসুলভ’ আখ্যা দিয়ে স্টেশন থেকে তার সবরকম গান বর্জনের ঘোষণা দেয়। -ফক্স নিউজ পৃথিবীর সবচেয়ে ছোট নাম! সুইডেনের অস্টারগটল্যান্ড কাউন্টির এই গ্রামের নাম লেখা হয় ‘ঞ্ঝ’ হিসেবে। যার উচ্চারণ ইংরেজিতে ‘অ’ি। পৃথিবীর সবচেয়ে ছোট নামের জায়গা। তবে, সুইডেনে এই একই নামে আরও ১২টি জায়গা রয়েছে। সেগুলি হয় কোন বাড়ি বা ফার্ম। তাই জায়গার নাম হিসেবে এই স্থানই পরিচিত। নামে মাহাত্ম্য ‘অ’-কে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় করে তোলা হয়েছে সম্প্রতি। শব্দটির অর্থ ছোট নদী। গ্রামটির জনসংখ্যা প্রায় দুশ। সুইডেনে ‘্র’ও ‘ণ’ নামেও বেশ কয়েকটি জায়গা রয়েছে। সুইডেনেই রয়েছে সবচেয়ে ছোট নামের জায়গা। -ওয়েবসাইট
×