ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরণার্থী বিষয়ে ট্রাম্পের নয়া নির্বাহী আদেশ

আমি মর্মাহত, হৃদয় ভেঙ্গে গেছে ॥ মালালা

প্রকাশিত: ০৩:৫১, ২৯ জানুয়ারি ২০১৭

আমি মর্মাহত, হৃদয় ভেঙ্গে গেছে ॥ মালালা

পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী ও নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, তার হৃদয় ভেঙ্গে গেছে। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, শরণার্থীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের আদেশের কারণেই তার এমনটি হয়েছে। বিশ্বের সবচেয়ে অসহায়দের প্রতি অবহেলা না করতে মার্কিন প্রেসিডেন্টের কাছে আহ্বান জানান তিনি। খবর এএফপি ও হাফিংটন পোস্টের। মালালা তার দেশে মেয়েদের শিক্ষার জন্য প্রকাশ্যে প্রচারে নামার পর ২০১২ সালে তালেবান জঙ্গীদের হাতে মাথায় গুলিবিদ্ধ হন। তবে অনেক দিন চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে যান। এখন তার বয়স ১৯। গুলির মুখে তার মিশন আজও থামেনি। বিবৃতিতে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আজ সহিংসতা ও যুদ্ধের হাত থেকে জীবন বাঁচাতে পালানো শিশু, তাদের মা ও বাবাদের জন্য দুয়ার বন্ধ করে দিচ্ছেন। যে কারণে আমার হৃদয়টা ভেঙ্গে গেছে।’ ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষরের পরপরই মালালা এ বিবৃতি দেন। তিনি আরও বলেন, ‘সারা বিশ্বে এখন অনিশ্চয়তা ও অস্থিরতা বিরাজ করছে। এমনই এক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমি আহ্বান জানাই, বিশ্বের সবচেয়ে অসহায় শিশু ও তাদের পরিবারের প্রতি যেন তিনি তার মুখ ফিরিয়ে না নেন।’ মালালা শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০১৪ সালে ভারতের শিক্ষা অধিকারকর্মী কৈলাশ সত্যার্থীর সঙ্গে যৌথভাবে এ পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি ইংল্যান্ডে বসবাস করেন। প্রচারকর্মী হিসেবে ঘুরে বেড়িয়েছেন পুরো বিশ্ব। তিনি ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘আমি মর্মাহত। কারণ, আমেরিকা শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের স্বাগত জানানোর মতো গর্ব করার ইতিহাস থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। অথচ ওই শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীরাই আপনার দেশ গঠনে সাহায্য করেছে এবং নতুন জীবনে ভাল পারিশ্রমিকের বিনিময়ে কঠোর পরিশ্রম করতে প্রস্তুত।’ ‘যুক্তরাষ্ট্রে বিদেশী সন্ত্রাসীদের প্রবেশের হাত থেকে জাতিকে রক্ষা’ শিরোনামের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। মালালা যখন বিবৃতি দেন হোয়াইট হাউস তখন জনসম্মুখে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।
×