ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম বৈঠকে বসেছে সার্চ কমিটি

প্রকাশিত: ১৯:৩০, ২৮ জানুয়ারি ২০১৭

প্রথম বৈঠকে বসেছে সার্চ কমিটি

অনলাইন ডেস্ক ॥ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতিকে সহায়তার লক্ষ্যে প্রথম বৈঠক করছে সার্চ কমিটি। সুপ্রিমকোর্ট ভবনের জাজেস লাউঞ্জে আজ শনিবার বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) মনোনয়নে এ কমিটি ১০ জনের একটি তালিকা রাষ্ট্র্রপতি মো. আবদুল হামিদের হাতে দেবে। এর মধ্য থেকে সিইসি এবং ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। ১০ কার্য দিবসের মধ্যে কমিটিকে নামের তালিকা দিতে হবে। গত ২৫ জানুয়ারি গঠিত কমিটিকে একজন নারীসহ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের শূন্য পদের জন্য দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করতে ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। সে হিসাবে সময় শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। সার্চ কমিটির সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. শিরীন আখতার। ছয় সদস্যের মধ্যে তিনজন উপস্থিত হলেই বৈঠক করা যায়। সুপারিশ চূড়ান্ত করতে সার্চ কমিটি এ ধরনের আরও একাধিক বৈঠক করবে।
×