ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যাটোর প্রতি অঙ্গীকারবদ্ধ ট্রাম্প ও মে

প্রকাশিত: ০৮:৫৯, ২৮ জানুয়ারি ২০১৭

ন্যাটোর প্রতি অঙ্গীকারবদ্ধ ট্রাম্প ও মে

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বৈঠকের পর ন্যাটো জোটের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মে নিশ্চিত করেন, ট্রাম্প সম্প্রতি ট্রান্স প্যাসিফিক আটলান্টিক জোটকে সেকেলে বলে অভিহিত করলেও ন্যাটোর পক্ষে রয়েছেন শতভাগ। খবর বিবিসির। হোয়াইট হাউসে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে বলেন, তারা বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে কাজ করবেন। মে বলেন, ট্রাম্প এ বছরের শেষ দিকে ব্রিটেনে রাষ্ট্রীয় সফর করতে রানীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। এর আগে শুক্রবার টেরেসা মে হোয়াইট হাউসে পৌঁছলে তাকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি আমাদের দুই দেশের জাতীয় স্বার্থেই। ট্রাম্প বলেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন না ছাড়া পর্যন্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে না পারলেও তিনি ব্রেক্সিটের পর ‘দ্রুত’ বাণিজ্য চুক্তি চান। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে শনিবারের নির্ধারিত ফোনালাপের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি ক্রেমলিনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে কোন ধারণা দেননি। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সাংবাদিকের বলেন, এ বিষয়ে আগাম কথা বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, রাশিয়া ও চীনের মতো দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা নেতিবাচক নয় বরং ইতিবাচক হবে। এদিকে টেরেসা মে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। নিষেধাজ্ঞা বহাল রাখার পরিস্থিতি থাকা পর্যন্ত তা অব্যাহত থাকবে উল্লেখ করে তনি বলেন, আমাদের স্পষ্ট কথা, আমরা মিনস্ক চুক্তির পুরোপুরি বাস্তবায়ন দেখতে চাই। ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, এটি দেশটির জন্য চমৎকার হবে।
×