ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চোখে টর্চের আলো, প্রতিবাদ করায় দিনমজুরকে বেধড়ক পেটাল পুলিশ

প্রকাশিত: ০৭:৪৮, ২৮ জানুয়ারি ২০১৭

চোখে টর্চের আলো,  প্রতিবাদ করায় দিনমজুরকে বেধড়ক পেটাল পুলিশ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চোখে টর্চ লাইটের আলো মেরে ধরে রাখার প্রতিবাদ করায় ঝিনাইদহের কোটচাঁদপুরে আবদুল মালেক (৪৮) নামে এক দিনমজুরকে পিটিয়ে আহত করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর মালেককে মুমূর্ষু অবস্থায় প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আবদুল মালেক সাব্দারপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তার বড় মেয়ে শাহনাজ পারভীন জানান, বাবা ট্রেন লাইনের ধারে বসে গোখাদ্য (ঘাস) বিক্রি করেন। বৃহস্পতিবার রাতে তারা ট্রেন লাইনের ধারে রাখা গোখাদ্য দেখতে যান। এ সময় সাব্দারপুর পুলিশ ফাঁড়ির দুই সদস্য তার বাবার চোখে টর্চ লাইটের আলো মেরে ধরে রাখেন। বাবা এর প্রতিবাদ করলে ওই দুই পুলিশ তাকে বেধড়ক পেটাতে থাকে। তিনি প্রতিবাদ করতে গেলে তাকেও মারতে এগিয়ে আসে পুলিশ। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা মুঠোফোনে বলেন, ঘটনার সময় এএসআই ইমতিয়াজ আলী ও কনস্টেবল সামিনুল ইসলাম ওই এলাকায় দায়িতে ছিলেন। তাদের সঙ্গে আবদুল মালেকের ভুল বোঝাবুঝি হয়। তবে মারপিটের কোন ঘটনা ঘটেনি। মালেক হার্টের রোগী। যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
×