ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তোশিবা এবার অন্য পণ্যে

প্রকাশিত: ০৬:০২, ২৮ জানুয়ারি ২০১৭

তোশিবা এবার অন্য পণ্যে

আইটি ডট কম ॥ চিপ ব্যবসাকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে পারে জাপানি ইলেক্ট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান তোশিবা। সামনের ২৭ জানুয়ারি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সভা করবেন তোশিবা বোর্ড কর্মকর্তারা। রয়টার্স জানিয়েছে, ভিন্ন এই প্রতিষ্ঠানের জন্য ১৮০ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহ করার আশা করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বিক্রি করে এই তহবিল সংগ্রহ করার কথা রয়েছে। পরিকল্পনার ব্যাপারে এখনও পর্যন্ত গোপনীয়তা রক্ষা করছে প্রতিষ্ঠানটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তোশিবার চিপ ব্যবসায়ের মূল্য ধারণা করা হচ্ছে এক থেকে দেড় লাখ কোটি ইয়েন। এরই মধ্যে মার্কিন পারমাণবিক ব্যবসার জন্য কার্যক্রম শেষ করতে যাচ্ছে তোশিবা। এই ব্যবসায়ের মূল্য ধারণা করা হচ্ছে ৫০০ বিলিয়ন ইয়েন। আগের বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিক আয় বেড়েছে তোশিবার। চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর এনএএনডি ফ্ল্যাশ মেমোরি চিপের ব্যাপক চাহিদার কারণে আয় বেড়েছে প্রতিষ্ঠানটির। এবার চিপ ব্যবসা আলাদা করার মাধ্যমে এই খাতে আরও মনযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে, পরিকল্পনার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি তোশিবা।
×