ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়াশিংটন পোস্ট অবলম্বনে

ছ’টি গেজেট বদলে দেবে ভবিষ্যত

প্রকাশিত: ০৬:০২, ২৮ জানুয়ারি ২০১৭

ছ’টি গেজেট বদলে দেবে ভবিষ্যত

ই-স্কিন এটি একটি কালো রঙের শার্ট যা দেখতে লাগে সুপার ভিলেনের পোশাকের মতো। জাপানী ফার্ম জেনামার তৈরি এই পোশাকে লাগানো আছে রুপার তৈরি মোশন সেন্সিং সার্কিট যা আপনার গতিবিধি ও শারীরিক অবস্থানের হদিস রাখবে। প্রশ্ন হলো এতে অদ্ভুত হওয়ার কি আছে? অদ্ভুত শুধু এখানেই যে এটা পড়লে আপনাকে জেনোমের মতো অর্থাৎ স্পাইডারম্যানের অশুভ সংস্করণের মতো দেখাবে। এই পোশাক যা বলে তাহলো পরিধানযোগ্য প্রযুক্তির সত্যিকারের আবির্ভাব ঘটছে। জেনোমা মনে করে যে শার্টে সংযোজিত প্রযুক্তি খেলাধুলা, শারীরিক সক্ষমতা এমনকি বৃত্তিশিক্ষার উন্নতি ঘটাতে পারবে। আপনার ফিটবিট বা পরিধেয় জিনিসটি আপনার পদক্ষেপ অনুসরণ করতে পারবে। কিন্তু আপনার দৌড়ানোর ধরন কিংবা কাজের সময় আপনি কোন কিছু সঠিকভাবে তুলছেন কিনা সে সম্পর্কে কিছু বলতে পারবে না। এগুলো হলো পরবর্তী পর্যায়ের বিশ্লেষণ। এই বিশ্লেষণ মানুষকে আঘাত থেকে সেরে উঠতে কিংবা আঘাত পরিহার করার চেষ্টার ব্যাপারে সাহায্য করবে। এলমোজি এলমোজি জিনিসটা কি? এটি হলো একটা রোবট যেখানে সিসেম স্ট্রিটের প্রিয় চরিত্র এলমো থাকে এবং বাচ্চাদের নানা সাঙ্কেতিক ভাষা শেখায়। এতে আশ্চর্য বা বিস্ময়ের কি আছে। কখনও যদি আপনার মনে হয় ট্রান্সফরমার হিসেবে এলমো দেখতে কেমন তখন মোটামুটি সেই জবাবটা পেয়ে যাবেন। গত বেশ কয়েক বছর যাবত এমন সব খেলনার ওপর অধিকতর দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে যা বাচ্চাদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের ব্যাপারে আগ্রহ সঞ্চারে সাহায্য করে। কোম্পানিগুলো এই উদ্দেশ্য নিয়ে বাস্তব খেলাধুলা ও ডিজিটাল খেলাধুলার মধ্যে কিভাবে সেতুবন্ধনের চেষ্টা করছে এলমোজি হলো তারই এক নিখুঁত দৃষ্টান্ত। ইতোমধ্যে এ্যাপল কোম্পানি সুইফট প্লেগ্রাউন্ড নামে একটি এ্যাপ চালু করেছে যার লক্ষ্য হলো বাচ্চাদের সঙ্কেত শেখানো। আবতার মাইন্ড আইপল রোবট এটি সাড়ে তিন ফুট লম্বা একটি রোবট যা শিশু ও বয়স্কদের প্রহরী ও সঙ্গী হিসেবে কাজ করার লক্ষ্যে নির্মিত। এর বিশেষত্ব হলো উচ্চতা। উন্নত মানের রোবটিক্স যে আমাদের ঘর সংসারে ও দৈনন্দিন কাজকর্মে ব্যবহার হওয়া শুরু হয়েছে এটাই তার একটা দৃষ্টান্ত। এই রোবটের হাতে স্পষ্টভাবে উচ্চারিত কিছু আকর্ষণীয় উক্তি আছে। এ ছাড়া আছে সফটওয়্যার চালিত বেশকিছু কাজ যেমনÑ আবেগ পাঠ করতে পারা, গল্প বলা, পাঁচ বছরের বাচ্চার সঙ্গে কথোপকথন চালানোর ক্ষমতা। এই রোবটটি যেহেতু বাচ্চাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে তাই ন্যানি হিসেবে এ জাতীয় মেশিনের ওপর আমরা কতটা নির্ভর করতে চাই সেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ক্যাটসপ্যাড এটা হলো বিড়ালকে খাবার ও পানি খাওয়ানোর এক চমৎকার অত্যাধুনিক ব্যবস্থা, যা স্মার্টফোনের একটা এ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ ও পরিবীক্ষণ করা যায়। বিড়ালকে খাওয়ানোর এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকলে প্রাণীটিকে খাওয়ানোর পেছনে অযথা সময়ের অপচয় হয় না। আর বিড়ালও সুখী, পরিতৃপ্ত, সুস্থ ও সবল থাকে। আপনি বাড়িতে না থাকলেও আপনার বিড়ালকে নিয়ে আদৌ চিন্তা করতে হবে না। ক্যাটসপ্যাড শুধু যে খাবার পরিবেশন করে তা নয়, বিড়াল কেমন খাওয়া-দাওয়া করছেÑ কম খাচ্ছে কিনা কিংবা বিড়ালের কোন সমস্যা হয়েছে কিনা সে তথ্য ও আপনাকে পরিবেশন করে। এটা হলো পোষা প্রাণীর জন্য নির্মিত স্মার্ট হোম ডিভাইসগুলোর অন্যতম যা প্রাণীটির স্বাস্থ্যের অবস্থার ওপর নজরদারি করেন। ক্যাটসপ্যাডের আরেকটি বৈশিষ্ট্য হলো বাড়ির একাধিক পোষা বিড়াল একই বাটি ব্যবহার করলেও কোন্ বিড়ালটি ঠিকমতো খাচ্ছে না সেই পার্থক্য এটি টানতে পারে। কিভাবে? বিড়ালের চামড়ার নিচে অনেক সময় সংযোজন করা মাইক্রোচিপের রিডিং দেখে। মার্স বাই ক্রেজিবেবি এটি হচ্ছে হাইফাই সাউন্ডসম্পন্ন ভাসিয়ে তোলা ব্লুটুথ স্পিকার ব্যবস্থা। মহাকাশ অনুপ্রাণিত নামটি থেকে বোঝা যায় এটি ১৯৫০ এর দশকের কল্প বিজ্ঞান ছায়াছবি থেকে নেয়া একটি সরঞ্জামের মতো দেখতে। মিউজিক বাজতে থাকার সময় ইউএফও আকৃতির মার্স নভোযানের মতো দেখতে স্পিকারটি বেস থেকে অনিন্দ্য সুন্দরভাবে শূন্যে ভেসে ওঠে, শূন্যে ভেসে ওঠা স্পিকার ব্যবস্থা একটা নান্দনিক পছন্দের ব্যাপার হলেও এমন স্পিকার থেকে অতি উন্নতমানের সাউন্ড বেরিয়ে আসে। কারণ এই ব্যবস্থায় টুইটারটি অর্থাৎ ভাসমান অংশটি সাবডকার বা বেস থেকে পৃথক হয়ে যায় এবং ডিজাইনের জন্যই ৩৬০ ডিগ্রী সাউন্ড প্রজেকশন ঘটে। তার মানে স্পিকারের কোন ব্যাক না থাকায় ঘরের প্রত্যেকে সেরা সাউন্ডটি শুনতে পায়। কেরাসটেস হেয়ার কোচ টেক জগতের আরেক অভিনব জিনিস হচ্ছে কেরাসটেস হেয়ার কোচ। এটি একটি স্মার্ট হেয়ারব্রাশ যা আপনার ফোনের একটা এ্যাপের সঙ্গে যুক্ত থাকে এবং আপনার চুলের স্বাস্থ্যের খোঁজখবর রাখে। এটি হচ্ছে নোকিয়ার স্মার্ট হোম ম্যানুফ্যাকচারার উইদিংস এবং ল’ অরিয়েলের যৌথ সহযোগিতা ও অংশীদারিত্বের ফসল। এই হেয়ারব্রাশ আপনার চুলের গুণগত মান, বিভিন্ন হেয়ার কেয়ার রুটিনের ফলাফল পরিমাপ করে কি করতে হবে তার পরামর্শ দেয়। এই হেয়ারব্রাশ আপনাকে বলে দেবে আপনি খুব জোরে জোরে চুল আঁচরাচ্ছেন কিনা। আপনাকে পরামর্শ দেবে কিভাবে আঁচরালে আপনার চুলের অবস্থার উন্নতি হতে পারে। এই ব্রাশটি স্মার্টফোনের সঙ্গে ব্যবহার করতে হয়। হেয়ারব্রাশের সেন্সরগুলো মোবাইল এ্যাপকে ড্যাটা যোগায়। ‘এই মোবাইল এ্যাপটি পরামর্শ দেয়ার আগে আর্দ্রতা, তাপমাত্রা, অতিবেগুনি রশ্মি ও বায়ু প্রভৃতি বিষয়ও বিবেচনায় নেয়। ব্যাটারি শক্তিচালিত এই ব্রাশটি ওজনে হাল্কা এবং এর স্বাচ্ছন্দ্যকর হাতলটি সহজে হাতে ধারণ করা যায়। মূল : হেইলি সুকায়ামা, অনুবাদ : এনামূল হক
×