ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থামছে না সিএনজি অটোরিক্সার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য

প্রকাশিত: ০৫:৫২, ২৮ জানুয়ারি ২০১৭

থামছে না সিএনজি অটোরিক্সার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য

মামলা, জেল-জরিমানা কোন কিছুতেই থামছে না সিএনজিচালিত অটোরিক্সার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য। মিটারে না চলায় চালকদের ইচ্ছেমতো ভাড়াতেই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এতে ক্ষোভ বাড়লেও বিআরটিএ বলছে, সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া মিটারে ভাড়া কার্যকর করা সম্ভব নয়। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বিচ্ছিন্নভাবে জেল-জরিমানা করে বিপুলসংখ্যক সিএনজি মালিককে নিয়ন্ত্রণ করা কঠিন। এজন্য সিএনজি খাতকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। নিয়ম মিটারে চলার। কিন্তু তাতে কোন আগ্রহই নেই চালকদের। পরিচয় গোপন করে রাজধানীর বিভিন্নস্থানে গিয়ে যে কয়টি সিএনজি অটোরিক্সা পাওয়া গেলো, তার কোনটিই রাজি নয় মিটারে যেতে। এ অবস্থায় প্রতিদিনই জরুরী কাজে বের হওয়া যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ থাকলেও চালকরা বলছেন ভিন্ন কথা। তবে বিআরটিএ চেয়ারম্যান নজরুল ইসলাম একটি অনলাইনকে বলছেন, চালক-মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একবছর আগে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল তা মানতেই হবে চালকদের। -স্টাফ রিপোর্টার
×