ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরছে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন

প্রকাশিত: ০৫:৫১, ২৮ জানুয়ারি ২০১৭

সরছে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ মার্চ থেকে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক রাউন্ড টেবিল বৈঠকে তিনি বক্তব্য রাখেন। এ সময় প্রতিটি অগ্নিকা-ের তদন্ত রিপোর্ট দ্রুত জনসম্মুখে প্রকাশ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন নিমতলীর ৪৩ নবাব কাটরা ৫ তলা বাড়িতে ভয়াবহ অগ্নিকা-ে ১২৩ জন প্রাণ হারান। আহত হন কয়েকশ’ মানুষ। অথচ ওই অগ্নিকা-ের ছয় বছরেও নিমতলী থেকে সরেনি কেমিক্যালের গোডাউন।
×