ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাইনালে রাফায়েল নাদাল

প্রকাশিত: ০৫:৫০, ২৮ জানুয়ারি ২০১৭

ফাইনালে রাফায়েল নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ মাঘের পড়ন্ত সন্ধ্যা। রাজধানীর একটি হোটেলের কনফারেন্স কক্ষ। একে একে হাজির হতে লাগলেন এমন কিছু ব্যক্তিবর্গ, যারা একসময় (ষাট থেকে নব্বই দশক) ঢাকা ফুটবলের মাঠ কাঁপিয়েছিলেন। অর্জন করেছিলেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। তাদের একেকজনের একেক বয়স, একেক পেশা। তবে সবার মধ্যেই একটি লক্ষণীয় মিল আছে। তা হলো এদের সবাই ছিলেন দেশের ঐতিহ্যবাহী ফুটবল দল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। এদের অনেকেরই পরস্পরের সঙ্গে বহুকাল ধরে দেখা-সাক্ষাত বা যোগাযোগ নেই। এদের এক ছাদের নিচে শুক্রবার জড়ো করার কাজটি করে মোহামেডান সমর্থক দল ‘মহাপাগল।’ অনুষ্ঠানে স্বর্ণালী দিনের সাবেক তারকা ফুটবলারদের সম্মাননা স্মারক দেয়া হয়। বিশেষ সম্মাননা স্মারক পান জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, গোলাম সারোয়ার টিপু, কাজী মোঃ সালাউদ্দিন, হাসানুজ্জামান খান বাবলু, নওশেরুজ্জামান, অমলেশ সেন, রকিবুল ইসলাম, শেখ মোঃ আসলাম, আবু ইউসুফ, বাদল রায়, সালাম মুর্শেদী, স্বপন দাস, আবদুল গাফ্ফার, আজমত, অলক, মনি, জনি, কায়সার হামিদ, ছাইদ হাসান কানন, খন্দকার ওয়াসিম ইকবাল, মন্টু, মাহমুদুল হক লিটন, সাব্বির, মানিক, জুয়েল রানা, মনু, আরমান মিয়া, নাসের হেজাজী, এমেকা, আরিফুল হক প্রিন্স (হকি খেলোয়াড়), মনোয়ার মুন্না এবং প্রয়াত মোনেম মুন্না। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহামেডানের সাবেক ফুটবলার নকীব, আলফাজ প্রমুখ। অনুষ্ঠানে মহাপাগলের অন্যতম সদস্য ফারুক আহমেদের মৃত্যুতে এক মিনিট শোক-নীরবতা পালন করা হয়। ফারুক স্মৃতি সম্মাননা স্মারক দেয়া হয় মোহামেডান ফ্যান সবার প্রিয় ‘আতা’ ভাই এবং মফিজকে। সংগঠক হিসেবে পুরস্কৃত হন সিরাজুল হক চৌধুরী। অনুষ্ঠানে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহামেডানের গভর্নিং বডির সাবেক সাধারণ সম্পাদক মুনিরুল হক চৌধুরী, সাবেক ক্রীড়া সম্পাদক মুহম্মদ কামরুজ্জামান, মোহামেডানের গভর্নিং বডির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, চ্যানেল ২৪-এর ক্রীড়া সম্পাদক দিলু খন্দকার, দৈনিক জনকণ্ঠের ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, দৈনিক ইনকিলাবের ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান সোহাগ এবং দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক এবং বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন। মহাপাগলের আহ্বায়ক ছিলেন নাজমুল আমিন কিরণ।
×