ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোলোৎসব করে সেমিফাইনালে বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ জানুয়ারি ২০১৭

গোলোৎসব করে সেমিফাইনালে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ গৌরবময় হ্যাটট্রিক শিরোপার হাতছানি বার্সিলোনার। আর মাত্র দু’টি জয় পেলেই স্প্যানিশ কোপা ডেল’ রে ফুটবলে টানা তিন মৌসুম শিরোপা জয়ের উল্লাস করবে কাতালানরা। বৃহস্পতিবার রাতে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে লুইস এনরিকের দল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সিলোনা। ঘরের মাঠ নুক্যাম্পে বার্সার হয়ে জোড়া গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেজ। একটি করে গোল করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ, প্রাণভোমরা লিওনেল মেসি ও তুর্কী ফুটবলার আরডা টুরান। বার্সার আগের ম্যাচেও গোল করেছিলেন ডেনিস সুয়ারেজ। এই স্প্যানিশ মিডফিল্ডার ক্রমশই মধ্যমাঠে বার্সার নির্ভরতার প্রতীক হয়ে উঠছেন। দুই সুয়ারেজে কাতালানরা আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে। শেষ আটের প্রথম লেগে বার্সা জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে গত দুই আসরের চ্যাম্পিয়নদের জয় ৬-২ গোলে। বার্সার মধ্যদিয়ে সেমিফাইনালের চারটি দল নিশ্চিত হয়ে গেছে। বাকি তিনটি দল এ্যাটলেটিকো মাদ্রিদ, আলাভেস ও সেল্টা ভিগো। শুক্রবারই সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এ্যাটলেটিকো মাদ্রিদ-বার্সিলোনা ও সেল্টা ভিগো-আলাভেস। ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক বার্সা। ১৭ মিনিটে ডেনিস সুয়ারেজের গোলে এগিয়ে যায় তারা। মেসির বাড়ানো বল থেকে লুইস সুয়ারেজের ক্রসে বল পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ তারকা। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। তবে বিরতির পর দু’দল মিলিয়ে আরও ছয়টি গোল করে। বার্সার চারটির বিপরীতে সোসিয়েদাদ করে দুই গোল। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ডি বক্সে নেইমারকে বিপজ্জনকভাবে ট্যাকেল করেছিলেন সোসিয়েদাদ ডিফেন্ডাররা। বাঁ পায়ের স্পট কিকে গোল করেন আর্জেন্টাইন তারকা। ৬২ মিনিটে এক গোল পরিশোধ করে সফরকারীরা। জুয়ানমির অসাধারণ গোলে ম্যাচে ফেরার স্বপ্ন টিকিয়ে রাখে দলটি। অনেকটা দূর থেকে পাওয়া বলে দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে বার্সা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান এই স্প্যানিশ ফরোয়ার্ড। পরের মিনিটে আবার ব্যবধানটা বাড়িয়ে নিয়ে সোসিয়েদাদের মেরুদ- ভেঙ্গে দেয় চ্যাম্পিয়নরা। এবার লুইস সুয়ারেজের গোল। এবারও মেসির পাস থেকে গোলটি করেন উরুগুইয়ান তারকা। ৭৩ মিনিটে অতিথিদের হয়ে আরেকটি গোল করেন উইলিয়ান জোশে। দারুণ হেড থেকে গোলটি করেন তিনি। এরপর দুই মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে বার্সা বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। ৮০ মিনিটে গোলটি করেন আরডা টুরান। আর ৮২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন প্রথম গোলদাতা ডেনিস সুয়ারেজ। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্সে সন্তোষ জানান বার্সা কোচ লুইস এনরিকে। বিশেষ করে প্রিয় শিষ্য মেসির উচ্ছ্বাসিত প্রশংসা করেন তিনি। এনরিকে বলেন, মেসি যেখানে চায় সেখানেই খেলতে পারে। নির্দিষ্ট কিছু ম্যাচে তার মাঝে চলে আসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লিও যখন বল পায়, আপনি জানেন যে আপনাকে মুভ করতে হবে, কারণ পাস আসবে। দারুণ খেলা ডেনিস সুয়ারেজেরও উচ্ছ্বাসিত প্রশংসা করেন বার্সা বস। সাম্প্রতিক মৌসুমগুলোতে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসির খেলার ধরনে বেশ পরিবর্তন এসেছে। বার্সা কোচের বিশ্বাস, একজন সেন্ট্রাল এ্যাটাকার থেকে গোল করা প্লেমেকার হয়ে উঠেছেন মেসি। এতে বোঝা যাচ্ছে ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের অনন্য সামর্থ্যটাও। এনরিকে এ প্রসঙ্গে বলেন, মেসির ফুটবলের বিবর্তন হচ্ছে তার পরিপক্বতার কারণে। আগে সে কেবল আমাদের একমাত্র গোলদাতা ছিল। কিন্তু এখন সে একজন টোটাল ফুটবলারে পরিণত হয়েছে। আক্রমণভাগ ও রক্ষণভাগে যে কোন কিছু করার সামর্থ্য তার আছে। যারা এক বা দুই ছোঁয়ায় খেলার সামর্থ্য রাখে, মেসি সেই জাতের।
×