ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ তিন অগ্নিপরীক্ষায় ছোটনের শিষ্যরা

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ জানুয়ারি ২০১৭

আজ তিন অগ্নিপরীক্ষায় ছোটনের শিষ্যরা

স্পোর্টস রিপোর্টার ॥ অগ্নিপরীক্ষা সাধারণত একটিই হয়। সেখানে একটি নয়, তিন-তিনটি অগ্নিপরীক্ষায় অবতীর্ণ হতে হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যাদের। সেই পরীক্ষার নাম ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভ্যাল অনুর্ধ-১৫’ ফুটবল আসর। আজ থেকে জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় জাপানের ওসাকায় শুরু হচ্ছে এই ফুটবল ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী জাপান ও থাইল্যান্ডের মতো শক্তিধর দেশের দলগুলো। বাংলাদেশ খেলবে মোট সাত ম্যাচ। আজ গ্রুপ ম্যাচে বাংলাদেশ খেলবে ৩টি ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ৭টায় এসি ইমাবারি, সকাল ৯টায় সেরেজু এবং সকাল ১০টা ৩৫ মিনিটে এনজিইউ নাগোয়া এফসি লেডিসের মুখোমুখি হবে লাল-সবুজরা। রবিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫৫ মিনিটে আমাগাসাকি লেডিস দলের বিপক্ষে খেলবে বেঙ্গল টাইগ্রেস দল। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে নকআউট পদ্ধতিতে। ফেস্টিভ্যালের ম্যাচগুলো হবে ৪০ মিনিটের (২০+২০) বিরতি থাকবে ৫ মিনিটের। এই টুর্নামেন্টে ৪ গ্রুপে মোট ২০ দল অংশ নিচ্ছে। যার ১৮টিই জাপানের। বাংলাদেশসহ আরেকটি দল হলো থাইল্যান্ড। টুর্নামেন্টটি অনুর্ধ-১৫ বছর বয়সীদের হলেও বাংলাদেশের দলটি অনুর্ধ-১৬ দল। মূলত জেএফএ’র সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই বাংলাদেশ দলকে এই বিশেষ ছাড় দেয়া হয়েছে। বৃহস্পতিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলে জাপান সফর শুরু করেছিল বাংলাদেশ দল। প্রীতি ম্যাচে জিতে শুভসূচনা করে তারা। জাপানের সাকাই একাডেমিকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা। জয়ী দলের দুই গোলদাতা সিরাত জাহান স্বপ্না এবং ইশরাত জাহান মৌসুমী। গত বছর নিজেদের মাঠে ‘এএএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপে’র বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় মহিলা ফুটবল দল। এর ফলে তারা এ বছরের সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূলপর্বের আসরে খেলার যোগ্যতা অর্জন করে। সেখানে শীর্ষ তিন দলের মধ্যে থাকতে পারলে উরুগুয়েতে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ফিফা অনুর্ধ-১৭ মহিলা বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারবে বাংলাদেশের মেয়েরা। এই থাইল্যাল্ড পর্বে অবতীর্ণ হওয়ার আগে নিজেদের যাচাই ও শাণিত করতেই গত মঙ্গলবার রাতে জাপানযাত্রা করে কৃষ্ণারা। ফেস্টিভ্যালে বাংলাদেশ খেলবে মোট সাত ম্যাচ। বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় মহিলা ফুটবল দল ॥ মাহমুদা আক্তার, রোকসানা বেগম, নার্গিস খাতুন, মাসুরা পারভীন, শিউলি আজিম, শামসুন্নাহার, নিলুফা ইয়াসমিন, আনাই মগিনি, মারিয়া মান্দা (সহ-অধিনায়ক), মিশরাত জাহান মৌসুমী, সানজিদা আক্তার, মারজিয়া, মনিকা চাকমা, ইসরাত জাহান রতœা, আঁখি খাতুন, কৃষ্ণা রানী সরকার (অধিনায়ক), আনুচিং মগিনি ও সিরাত জাহান স্বপ্না। কোচ ঃ গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ ঃ মাহবুবুর রহমান লিটু।
×