ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিসা সমস্যায় আসেনি পাকিস্তান ও ইরান দল

১৫ জাতি আন্তর্জাতিক আরচারি চ্যাম্পিয়নশিপ শুরু

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ জানুয়ারি ২০১৭

১৫ জাতি আন্তর্জাতিক আরচারি চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের আরচারির ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক আরচারি টুর্নামেন্ট ‘আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপ’ শুরু হলো শুক্রবার। ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হওয়া এই আসর শেষ হবে আগামী ৩০ জানুয়ারি। র‌্যাঙ্কিং পদ্ধতির এই টুর্নামেন্টটি এবার প্রথম অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ ১৫ দেশের ৬২ আরচার। এদের মধ্যে আছেন ৪৬ পুরুষ ও ১৬ মহিলা আরচার। টুর্নামেন্টের ইভেন্ট হোল্ডার ইসলামী সলিডারিটি স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। সকাল ১১টায় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অংশ নেয়া বাকি দেশগুলো হচ্ছে : আজারবাইজান, ইরাক, উগান্ডা, সৌদি আরব, সুদান, সিরিয়া, ইয়েমেন, মৌরিতানিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, মরক্কো, নেপাল এবং ভুটান। প্রতিযোগিতার বাজেট ৭০ লাখ টাকা, যা দেবে ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, কিউট, ডেইলি এশিয়ান এইজ এবং দি ব্লেজার বিডি। আরচাররা লড়াই করবেন নয়টি স্বর্ণপদকের জন্য। প্রথমে ১৭টি দেশের খেলার কথা ছিল আন্তর্জাতিক আরচারি চ্যাম্পিয়নশিপে। কিন্তু ভিসা জটিলতায় দল নিয়ে আসতে পারেনি পাকিস্তান ও ইরান। তারপরও এ প্রতিযোগিতা সফল হবে বলে মনে করেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলাম। তিনি বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে ইরান এবং পাকিস্তান আসতে পারেনি। এখন বাংলাদেশসহ ১৫টি দেশ নিয়ে আমাদের এ আসর। আশাকরি আমাদের আরচারিপ্রেমী যারা আছেন এবং যারা ভবিষ্যতে আরচারি খেলতে চান, তারা আমাদের এ খেলা দেখে আরও অনুপ্রাণিত হবেন। আমাদের যে ট্যালেন্ট হান্ট প্রোগাম হয়েছে সেটা দেখে যারা নির্ধারিত হয়েছে তারাও এ খেলা দেখে আরচারি খেলতে আরও উদ্বুদ্ধ হবে এবং তাদের পরিবারও উদ্বুদ্ধ হবে। এতে আরচারি খেলার মান আরও বাড়বে।’ আইএসএসএফের জেনারেল ডিরেক্টর খালেদ বিন আল শেখ বলেন, ‘এটা ভাল একটা চ্যাম্পিয়নশিপ। আগামীতেও আমরা এ চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। সেটা বাংলাদেশেই। কারণ এখানকার পরিবেশ সবকিছুই ভাল।’ গতকাল হয়েছে কোয়ালিফিকেশন রাউন্ড। পদকের লড়াই একদিন পরেই হবে। আন্তর্জাতিক আরচারি চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের ভাল সম্ভাবনা আছে বলে মনে করেন ফেডারেশনের সভাপতি। খেলা হবে রিকার্ভ এবং কম্পাউন্ড বিভাগে। আর ইভেন্টগুলো হলো একক, দলীয়, মিশ্র দলীয়। খেলা হবে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বাংলাদেশ দলে আছেন ৮ পুরুষ এবং ৮ মহিলা আরচার। তারা হলেন : রোমান সানা, নুরুল হুদা, সানোয়ার হোসেন, তামিমুল ইসলাম, আবুল কাশেম, রামকৃষ্ণ, নাজমুল হুদা, মিলন মোল্লা, বিউটি রায়, শ্যামলী রায়, রাবিয়া আক্তার শাপলা, হীরা মনি, সুস্মিতা বণিক, বন্যা আক্তার, বিপাশা আক্তার এবং রোকসানা আক্তার। দলগঠন করা হয়েছে ধারাবাহিক নৈপুণ্যের ভিত্তিতে। আর এ কারণেই দলে ঠাঁই হয়নি তারকা দুই আরচার ইমদাদুল হক মিলন এবং সজীব শেখ। এই আসরে মোট ৯টি ইভেন্টে স্বর্ণপদকের লড়াই হবে। বাংলাদেশ দল কমপক্ষে ৬টি স্বর্ণ জিতবেÑ এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
×