ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারীরা এখন আর দুর্বল নয় ॥ গাজীপুরে চুমকি

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ জানুয়ারি ২০১৭

নারীরা এখন আর  দুর্বল নয় ॥ গাজীপুরে চুমকি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নারীরা এখন আর দুর্বল নয়। উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছেন। শিক্ষা ও উন্নয়ন কাজে তারা এখন আর পিছিয়ে নেই। সরকার উন্নত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে তুলছে। মায়েদের জন্য তৈরি করা হচ্ছে মাদার ডে-কেয়ার সেন্টার, যাতে শিশুসন্তানকে রেখে মায়েরা কাজ করতে পারেন। তাদের যাতে কোন অসুবিধা না হয়। তিনি শুক্রবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে মাঠে ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আমজাদ হোসেন স্বপন, আব্দুল গনি ভূইয়া, ইউপি চেয়ারম্যন হাজী সারোয়ার হোসেন, মীর মোশাররফ হোসেন প্রমুখ। পরে তিনি ৪৪৪ হতদরিদ্র নারীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করেন।
×