ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৭, ২৮ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

চা বাগানের কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ চা জনগোষ্ঠী ছাত্র-যুব কল্যাণ পরিষদ আয়োজিত ২২টি চা বাগানের ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি দিলীপ রঞ্জন কুর্মীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত বাড়াইকরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, চা বাগানের বাসিন্দারা আমাদের থেকে বিচ্ছিন্ন কেউ নয়। তারাও আমাদের সন্তান। তাই সকল কুসংস্কার মুছে ফেলে চা শ্রমিকের সন্তানদের শিক্ষাদীক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মনের ভেতরেই লুকিয়ে আছে আগামীর স্বপ্ন ও সম্ভাবনা। তাদের মেধা বিকাশে তাই তাদের শিক্ষা প্রদান অত্যন্ত জরুরী। সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে এবং অল্প কিছু দিনের মধ্যেই চা বাগানভিত্তিক স্কুল নির্মাণ করে দেয়ার চেষ্টা চলছে। পাশাপাশি চা শ্রমিকদের বাসস্থানসহ সংগঠনের জন্য কার্যালয়েরও আশ্বাস প্রদান করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ শহীদ, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক চিত্তরঞ্জন রাজবংশী, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের প্রভাষক হোসেন আহমদ আম্বিয়া, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উত্তর সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা। ৮ মাদকসেবীর জেল জরিমানা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ জানুয়ারি ॥ সুন্দরগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল আলম ৪ মাদকসেবীর ৭ দিনের জেল দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে তিনি শুক্রবার তার কার্যালয়ে এ রায় প্রদান করেন। পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার মজুমদার বাজার হতে খামার ধুবনী গ্রামের সুমন মিয়া, রিপন, পাঁচগাছি শান্তিরাম গ্রামের রবিউল ইসলাম, আনোয়ার হোসেনকে মাদক সেবনকালে গ্রেফতার করে। শুক্রবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরদিকে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলিয়া ফেরদৌস জাহান শুক্রবার ১ মাদক সেবনকারীকে ৭ দিনের দ-াদেশ প্রদান করেন। তিনি হচ্ছেন সাহপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জাহাঙ্গীর আলম। এছাড়া গিদারী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের অলি আহম্মেদ, ত্রিমোহনী গ্রামের আশরাফুল ইসলাম এবং বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আব্দুর রহিমের ২শ’ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেছেন। চুলায় পড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ জানুয়ারি ॥ ধান সিদ্ধ করার চুলার আগুনে পড়ে রাহুল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর পিতার নাম রবিউল ইসলাম। মাগুরা পৌর এলাকার পুলিশ লাইনের কাছে অবস্থিত একটি ধানের চাতালে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা পৌর এলাকার পুলিশ লাইন এলাকার একটি ধানের চাতালে শ্রমিক হিসেবে কাজ করতো শিশুটির হতভাগ্য বাবা রবিউল ইসলাম ও মা রেহেনা। তারা উক্ত চাতালের মধ্যে একটি ঘরে থাকতেন। বিকেলে শিশু রাহুল খেলা করার সময় ধান সিদ্ধ করার চুলায় পড়ে যায় । স্কুলে আগুন দেয়ায় দুই ভাই গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলায় বৃহস্পতিবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন খগাখড়িবাড়ী ইউনিয়নের সহিদুল আলম মানিকের ছেলে রাকিবুল ইসলাম রাজন ও শরিফুল ইসলাম রোমান। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। অগ্নিকা-ের ঘটনায় ডিমলা থানায় নুর বিদ্যা নিকেতনের পরিচালক হারুন-অর-রশিদ বাদী হয়ে মামলা করেছে। এলাকাবাসী জানায়, এর আগে গত ১৯ জানুয়ারি জমি নিয়ে দ্বন্দ্বের জেরে গ্রেফতারকৃতরা প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাড়িতে আগুন দেয় এবং পার্শ্ববর্তী নুর বিদ্যা নিকেতন নামের একটি কিন্ডারগার্টেন স্কুলে লুটপাট করে। এ ব্যাপরে নুর বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক হারুন-অর-রশিদ ডিমলা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার গভীর রাতে সহিদুল আলম মানিকের লোকজন নুর বিদ্যা নিকেতনে আগুন লাগিয়ে দেয়। মুক্তিযোদ্ধা তানুর দাফন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মুক্তিযোদ্ধা ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানুকে শুক্রবার সমাহিত করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় স্থানীয় গোর-এ শহীদ ময়দানে জানাজার পর মরহুমকে শহরের ছানাপীর গোরস্তানে দাফন করা হয়। এর আগে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান। জানাজার আগে মুক্তিযোদ্ধা তানুকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ বিপুল সংখ্যক মানুষ জানাজায় শরিক হন। উল্লেখ্য, বুধবার দুপুর ১টায় আনোয়ারুল ইসলাম তানু হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের কালিতলাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। ১৬ মামলার আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাওলানা দেলওয়ার হোসেন খান ওরফে জঙ্গী দেলওয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শরণখোলা থানা ও বাগেরহাট আদালতে ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজি ও জালিয়াতিসহ ১৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, শুক্রবার ওই গ্রামের মাওলানা দেলওয়ার হোসেন পার্শ্ববর্তী দক্ষিণ কদমতলা গ্রামের গৃহবধূর ঘরে প্রবেশ করে। ওই গৃহবধূকে একা পেয়ে মাওলানা দেলওয়ার তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই লম্পট পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ একটি মামলা দায়ের করেন। পুলিশ জানান, মাওলানা দেলওয়ার হোসেন দীর্ঘদিন পাকিস্তানে ছিলেন। সেখানে তিনি জঙ্গী প্রশিক্ষণও দিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১৩ সালে একটি জালিয়াতি মামলায় সুপ্রীমকোর্টের বিচারকের সিলমোহর ও স্বাক্ষর জাল করে জামিননামা তৈরি করেন। পরে নি¤œ আদালতে হাজিরা দিতে গেলে জালজরিয়াতি প্রমাণিত হয়।
×