ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইরাকে অপহৃত ৩ বাংলাদেশীর মুক্তি ॥ শ্রীপুরে নারীসহ আটক দুই

প্রকাশিত: ০৫:৪৬, ২৮ জানুয়ারি ২০১৭

ইরাকে অপহৃত ৩  বাংলাদেশীর মুক্তি ॥  শ্রীপুরে নারীসহ  আটক দুই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ইরাকে তিন বাংলাদেশীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে গাজীপুরে এক নারীসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১র সদস্যরা। পরে র‌্যাবের তৎপরতায় শুক্রবার ওই প্রবাসীদের ছেড়ে দেয় অপহরণকারীরা। আটককৃতরা হলো শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে আবুল হোসেন ও একই এলাকার মৃত আনোয়ার হোসেনের স্ত্রী সানিয়া আক্তার। র‌্যাবের গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানির স্কট কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার বড়াইল গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে আব্দুল্লাহ এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন ওরফে নাসিম ইরাকে চাকরি করেন। ইরাকে আব্দুল্লাহ ও তার অপর দুই বন্ধুকে গত ২২ জানুয়ারি নাসিম ও সুজন তাদের লোকজন নিয়ে অপহরণ করে। পরে অপহৃতদের জিম্মি করে অপহরণকারীরা দেশে তাদের স্বজনদের কাছে নাসিম আব্দুল্লাহর পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ওই ৬ লাখ টাকা শ্রীপুরের নারায়ণপুর বাজারের জাকির হোসেনের দোকানে বিকাশ করে দেয়ার জন্য বলে।
×