ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌতুকের জন্য নববধূকে শ্বাসরোধে হত্যা ॥ স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৫, ২৮ জানুয়ারি ২০১৭

যৌতুকের জন্য নববধূকে  শ্বাসরোধে হত্যা ॥ স্বামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৭ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের জন্য ৩ লাখ টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন বাবলী আক্তার (১৮) নামে এক নববধূকে শ^াসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রাশিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার হাটাব এলাকায় ঘটে এ ঘটনা। নিহত বাবলী আক্তার হাটাব এলাকার বাবুল মিয়ার মেয়ে। আর গ্রেফতারকৃত রাশিদুল মিয়া একই এলাকার আমির হোসেনের ছেলে। নিহতের পিতা বাবুল মিয়া জানান, ৫ মাস পূর্বে তার মেয়ে বাবলী আক্তারের সঙ্গে রাশিদুল ইসলামের বিয়ে দেন। বিয়ের কয়েক দিন পার হওয়ার পর থেকেই মেয়ের জামাই রাশিদুল ইসলামসহ শ্বশুরবাড়ির লোকজন ৩ লাখ টাকা যৌতুক দাবি করে বাবলী আক্তারের কাছে। বাবলী আক্তার যৌতুকের বিষয়টি পিতা বাবুল মিয়ার পরিবারের লোকজনকে জানায়। যৌতুকের টাকা দিতে পারবে না বলে বাবুল মিয়া জানিয়ে দেন। এতে করে বেশ কয়েক দিন বাবলী আক্তারের ওপর নির্যাতন চালানো হয় এবং এ নিয়ে বিচার-শালিশও হয়েছে। গত বৃহস্পতিবার বাবলী আক্তারের কাছে ফের ৩ লাখ টাকা যৌতুক দাবি করে রাশিদুল ইসলামসহ শ্বশুরবাড়ির লোকজন। এতে বাবলী আক্তার কোন প্রকার যৌতুক দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে বাবলী আক্তারকে শারীরিক নির্যাতন চালায়।
×