ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ চালক নিহত

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ জানুয়ারি ২০১৭

হবিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৭ জানুয়ারি ॥ শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের কান্দিরগাঁওয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক জসিম উদ্দিন (৩০) ও তার শিশুপুত্র জিহাদ (৫) ঘটনাস্থলেই নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরও ৩০ যাত্রী। সকাল ৭টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় নিহত চালকের বাড়ি চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার বেলপাড়ায়। সে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা আবু জাফরের পুত্র। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে একটি শিরীষ গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। আহত অনেককেই সিলেট এমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহে আরোহী নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, শৈলকুপায় ট্রাকের ধাক্কায় সোহেল উদ্দিন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১ জন। শুক্রবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল উদ্দিন চাঁদপুর জেলার মতলব উপজেলার নেদামদি গ্রামের মকবুল হোসেনের ছেলে। জানা গেছে, আরএফএল ভিশন কোম্পানির টেকনিশিয়ান সোহেল উদ্দিন ও রানা নামে তার এক সঙ্গী শৈলকুপায় অপর এক সহকর্মীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে তারা শুক্রবার বিকেলে ঝিনাইদহে যাচ্ছিলেন। সড়কের ভাটই বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহেল, আহত হয় রানা।
×