ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে মামলা করে বিপাকে বাদী

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ জানুয়ারি ২০১৭

বাউফলে মামলা করে বিপাকে বাদী

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৭ জানুয়ারি ॥ বাউফলে পুলিশের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন আবদুস ছালাম নামের এক ব্যক্তি। তার বাড়ি বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের সাবপুরা গ্রামে। মোবাইল ফোনে ছালাম জানান, একই এলাকার জনৈক উজ্জ্বল চৌকিদারের দায়েরকৃত একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বগা পুলিশ ফাঁড়িরর ইনচার্জ এসআই জসিম উদ্দিন খান তাকে গত ১৫ জানুয়ারি সাবপুরা বাজার থেকে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে আসে এবং নির্যাতনের ভয় দেখিয়ে তার কাছে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করে। টাকা না পেয়ে পরের দিন ১৬ জানুয়ারি সকালে হ্যান্ডকাফ পরিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে নির্যাতন করে। এ ঘটনায় তিনি গত ২২ জানুয়ারি এসআই জসিম উদ্দিন খান ও কনস্টেবল আল মামুনসহ ৪ জনকে আসামি করে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছে। মামলা দায়ের পর থেকে পুলিশ তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, ক্রস ফায়ারের হুমকিসহ বিভিন্ন মাধ্যমে নানা ভয় ভীতি দেখাচ্ছেন। তিনি বর্তমানে পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েন বেড়াচ্ছেন। এদিকে এ নির্যাতনের সংবাদ জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ফাঁড়ি ইনচার্জ এসআই জসিম উদ্দিন খানকে ক্লোসড করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ন্যস্ত করার কথা স্থানীয় সাংবাদিকদের জানানো হলেও এসআই জসিম উদ্দিন ও কনেস্টবল আল মামুন ওই পুলিশ ফাঁড়িতে বহাল তবিয়াতে রয়েছেন।
×