ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে চক্ষু ক্যাম্প উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

চিকিৎসা পেয়ে খুশি চার হাজার রোগী

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ জানুয়ারি ২০১৭

চিকিৎসা পেয়ে খুশি চার হাজার রোগী

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ সোনাবান (৫৫) দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় কষ্ট পাচ্ছেন। ছেলে বাস চালক নুরুজ্জামান সময়ের অভাবে মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারেন না। কিন্তু মায়ের চোখের সমস্যায় তিনি ব্যথিত হলেও মায়ের জন্য কিছু করতে না পেরে মনটা খারাপ থাকে মাঝে মধ্যেই। শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া মাঠে চলছিল চক্ষু শিবির। খবর পেয়ে বাস চালক তার মাকে ঢাকার যাত্রাবাড়ী থেকে নিয়ে আসেন এই শিবিরে। চিকিৎসা পেয়ে বড়ই খুশি সোনাবান বেগম। আবুল হোসেনের স্ত্রী সোনাবান বললেন, ডাক্তার দেখিয়েছি। বিনামূল্যে চশমা দিয়েছে। সেই সঙ্গে সব ওষুধ। এখন ইনশাল্লাহ ভাল দেখব। লৌহজংয়ের পার্শ¦বর্তী উপজেলা শ্রীনগরের দেউলভোগ থেকে এসেছেন রওশন আরা বেগম (৭০)। দেশের খ্যাতনামা চিকিৎসক দেখিয়ে তিনি স্বস্তি পেয়েছেন। তার চোখে ছানি পড়েছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। বিনামূল্যে চোখের অপারেশনের জন্য তাকে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আবার ভাল দেখতে পারবেন বলে চিকিৎসকরা জানান। লৌহজং, টঙ্গীবাড়ি, সিরাজদিখান, শ্রীনগর ছাড়াও এমন অনেকেই এসেছিলেন মুন্সীগঞ্জ, কেরানীগঞ্জ, দেহার, নবাবাগঞ্জ এমনকি পদ্মার ওপার ফরিদপুর, শরিয়তপুর থেকে। শুক্রবার রাজিয়া খলিলুর রহমান ফাউন্ডেশন আয়োজিত ও এবা গ্রুপের সৌজন্যে ৮ম চক্ষু শিবিরের চিত্র এটি। চার সহস্রাধিক রোগী ভিড় চক্ষু শিবিরটিতে। শিবিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করছেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও বিশেষ অতিথি সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খোকন মৃধার সভাপতিত্বে আরও অংশ নেন অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন, ঢাকা হেড কোয়ার্টার) হাবিবুর রহমান, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশীদ সিকদার, এবা গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান শিপন মৃধা, ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন মৃধা। এবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের পরিচালক মোঃ জিল্লুর রহমান রিপন মৃধা জানান, বিগত ৮ বছর ধরে আমরা মানব সেবায় কাজ করে যাচ্ছি। দেশের দরিদ্র জনগণের জন্য কিছু করতে পারলে নিজেরা আত্মতৃপ্তি পাই। পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল এমন সুন্দর একটি আয়োজন দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, রোগীদের এমন সুন্দরভাবে সবার ব্যবস্থা করা হয়েছে যা বিরল। সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেন, মানব সেবায় এভাবে পাশে দাঁড়াতে পারলেও অনগ্রসর মানুষগুলো আরও ভাল থাকবে। সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগে এমন আয়োজন প্রশসংনীয়।
×