ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জীবদ্দশায় মেলেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি ॥ এখনও মিলছে না

প্রকাশিত: ০৫:৪২, ২৮ জানুয়ারি ২০১৭

জীবদ্দশায় মেলেনি  মুক্তিযোদ্ধার স্বীকৃতি ॥ এখনও মিলছে না

সংবাদদাতা, বেড়া, পাবনা, ২৭ জানুয়ারি ॥ সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও স্বীকৃতি মেলেনি আব্দুস সাত্তার মিয়ার। তাকে ১৯৭২ সালে জাতীয় মিলিশিয়া প্রশিক্ষণ কেন্দ্র, পাবনা সদরের শিবিরপ্রধান মাহবুবুর রশিদের স্বাক্ষর ও ‘জয়বাংলা’ সীলমোহর সংবলিত সনদ প্রদান করা হয়। কিন্তু পরবর্তীকালে নানান জটিলতায় সেটি হালনাগাদ করতে তিনি ব্যর্থ হন। ফলে তার জীবদ্দশায় রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। না পাওয়ার বেদনা নিয়ে তিনি চলে গেলেও তার সন্তানেরা এখন ধর্ণা দিচ্ছেন মুক্তিযোদ্ধা বাবার স্বীকৃতির আশায়। আব্দুস সাত্তার মিয়ার পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে কয়েকটি সম্মুখ যুদ্ধে তিনি অংশ নেন। তিনি আর্থিক দৈন্যতার কারণে পরিবার-পরিজন নিয়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন। এ জন্য তার মুক্তিযোদ্ধার সনদপত্র নেয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ১৯৯৫ সালের দিকে পাবনায় নিজ গ্রামে ফিরে এলে তখন থেকেই মুক্তিযোদ্ধার সনদপত্র সংগহে চেষ্টা করেছেন। তিনি জেলা ইউনিট কমান্ড, উপজেলা কমান্ডারদের কাছে মুক্তিযোদ্ধার সনদপত্রের জন্য বিভিন্ন সময়ে গেলেও তা পাননি।
×