ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে মাদক ঠেকাতে সাংস্কৃতিক কর্মকা- বিকাশের তাগিদ

প্রকাশিত: ০৫:৪১, ২৮ জানুয়ারি ২০১৭

ঈশ্বরদীতে মাদক ঠেকাতে সাংস্কৃতিক কর্মকা- বিকাশের তাগিদ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে মাদক ঠেকাতে সাংস্কৃতিক কর্মকা-ের বিকাশ ঘটানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈশ্বরদী সংস্কৃতি নিকেতনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মাহবুব আহমেদ খান স্মৃতিমঞ্চে আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমিমন্ত্রীর সহধর্মিণী ও ঈশ্বরদী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নাহার শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না ম-ল, অধ্যাপক স্বপন কুমার কু-ু, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল। মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ আশরাফুল আবেদীন, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারা ও নিকেতনের সাধারণ সম্পাদক সহকারী জজ সিরাজুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকের বিরুদ্ধে প্রত্যেক মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্রছাত্রী ও তরুণসমাজকে নিয়ে লেখাপড়ার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক কর্মকা- চালিয়ে যেতে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। এ সময় তিনি ঈশ্বরদীর শিল্পপতি, ব্যবসায়ী ও বিত্তবানদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
×