ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউল রশিদ উদ্দিন জন্মোৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:৪১, ২৮ জানুয়ারি ২০১৭

বাউল রশিদ উদ্দিন জন্মোৎসবে  সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ কিংবদন্তি বাউল সাধক রশিদ উদ্দিনের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বাউল রশিদ উদ্দিন জন্মোৎসব অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক সংগঠন বাউল তরী এ উৎসবের আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও বাউল গান পরিবেশন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা মুহম্মদ আবদুল হান্নান খান। নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল আলম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, কবি ও গবেষক সুজন হাজং প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউল তরীর সভাপতি শেখ মফিজুর রহমান। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ আটজনকে ‘বাউল কবি রশিদ উদ্দিন পুরস্কার ২০১৭’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন : বাউল গবেষক গোলাম এরশাদুর রহমান, শিক্ষাবিদ গোলাম মোস্তফা, সাংস্কৃতিক সংগঠক আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, বাউল শিল্পী আবু আনসার কালা মিয়া ও আবুল বাশার, সমাজ সেবক অর্পিতা খানম সুমি, কবি সুজন হাজং এবং সাংবাদিক ও লোকসাহিত্য গবেষক সঞ্জয় সরকার। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল জহির উদ্দিন স্বপন, আবুল বাশার, নজরুল ইসলাম, গৌরী সরকার, লিজা সরকার, অন্তর সরকার, আবু আনসার কালা মিয়া, রেভা আফরোজন, রাসেল মিয়া প্রমুখ। এর আগের দিন রবিবার বাউল তরীর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই মঞ্চে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×