ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচবিবিতে গ্রাম থিয়েটার নাট্যোৎসব

প্রকাশিত: ০৫:৪১, ২৮ জানুয়ারি ২০১৭

পাঁচবিবিতে গ্রাম থিয়েটার নাট্যোৎসব

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম সংগঠন জয়পুরহাটের পাঁচবিবি থিয়েটার এবং শিশু সংগঠন ভোর হলো পাঁচবিবি শাখার যৌথ আয়োজনে পাঁচবিবির বিপ্লবী ডাঃ আব্দুল কাদের চৌধুরী উদ্যানে (পৌরপার্ক) চার দিনব্যাপী ‘পাঁচবিবি গ্রাম থিয়েটার নাট্যোৎসব ২০১৭’ শুক্রবার শুরু হয়েছে। পাঁচবিবি পৌরসভার সহযোগিতায় ‘সৌরভে গৌরবে চেতনায় মুক্তিযুদ্ধ’ সেøাগানে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে রয়েছে শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, গুণীজন সম্মাননা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ, কবিতা আবৃত্তি, গান, নৃত্য, নাটক ও আলোচনা সভা। শুক্রবার নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌরসভার মেয়র ও পাঁচবিবি থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান হাবিব। বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী পিপি, কাজী সাঈদ হোসেন দুলাল, মো: আব্দুল হান্নান, কামার উল্লাহ সরকার, জুলফিকার রহমান চঞ্চল, মিজানুর রহমান মিজান প্রমুখ। উৎসবে প্রথম দিন পাঁচবিবি ভোর হলো মঞ্চায়ন করে গীতিনাট্য ‘মহুয়া’, নাটক ‘ভয়াল রাত্রি’ এবং পাঁচবিবি থিয়েটার মঞ্চায়ন করে নাটক ‘স্বপ্নের উপাখ্যান’। দ্বিতীয় দিনে আজ শনিবার কাহালু থিয়েটার মঞ্চায়ন করবে ‘শাস্তি’, তৃতীয় দিনে ঢাকার শুন্যন রিপার্টরি থিয়েটার মঞ্চায়ন করবে মোমেনা চৌধুরীর একক অভিনীত নাটক ‘লাল জমিন’, জয়পুরহাটের শান্তিনগর থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘বাসন’। শেষদিনে ভোর হলো পাঁচবিবি শাখা মঞ্চায়ন করবে গীতিনাট্য ‘নকশী কাঁথার মাঠ’ এবং বগুড়া থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘কোর্টমার্শাল’। এছাড়া উৎসবের শেষদিনে পাঁচবিবির সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য ৩ জনকে মরণোত্তরসহ মোট ৫ জনকে গুণীজন সম্মাননা জানানো হবে। সম্মাননা প্রাপ্তরা হলেনÑ নাটকে বিশেষ অবদানের জন্য নবদ্বীপ বিহারী কুন্ডু, যামিনীকান্ত ম-ল (নাটক ও সঙ্গীত), জামশেদ আলম (মরণোত্তর), সহিদুল ইসলাম (মরণোত্তর), আব্দুল খালেক ম-ল (মরণোত্তর)। অনুষ্ঠান প্রতিদিন বিকেল ৪টায় শুরু হবে।
×