ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেডোনা গ্রুপের চেয়ারম্যান আখতারুজ্জামান আর নেই

প্রকাশিত: ০৫:৩৯, ২৮ জানুয়ারি ২০১৭

মেডোনা গ্রুপের চেয়ারম্যান আখতারুজ্জামান  আর নেই

স্টাফ রিপোর্টার ॥ মেডোনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মোঃ আখতারুজ্জামান আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। শুক্রবার ভোর ৪টায় রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। ৩ সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে জন্মস্থান গফরগাঁওয়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলসহ বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ নিয়ে যাওয়া হয় পৈত্রিক নিবাস গফরগাঁওয়ের মাইজবাড়ি গ্রামে। এ সময় তার লাশ এক নজর দেখতে অসংখ্য মানুষের ঢল নামে। মাইজবাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত রৌহা জামিয়াতুত ত্বাকওয়া মাদ্রাসা প্রাঙ্গণে শেষ জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে তার লাশ দাফন করা হয়। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইজবাড়ি গ্রামে জন্ম নেয়া শিল্পপতি মোঃ আখতারুজ্জামান সমাজসেবক ও দানবীর হিসেবে দেশের সর্বত্র পরিচিত। কয়েক দশক ধরে অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করে আসছিলেন তিনি। নিজ এলাকায় গড়ে তুলেছেন অনেক ধর্মীয় প্রতিষ্ঠান। শুধু তা-ই নয়, সহায়-সম্বলহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে এলাকায় গড়ে দিয়েছেন বহু ঘর। কন্যাদায়গ্রস্ত পিতা পেয়েছেন তার সহায়তা। তিনি গফরগাঁও প্রেসক্লাবের উন্নয়নেও হাত প্রসারিত করেছেন।
×