ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এমপি লিটন হত্যা

জামায়াতের আরও চার কর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৭, ২৮ জানুয়ারি ২০১৭

 জামায়াতের আরও চার কর্মী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ জানুয়ারি ॥ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সন্দেহভাজন আরও ৪ জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাজু মিয়া (৩৬), ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল ইসলাম (৩৪), মৃত আব্দুর রহিমের ছেলে তাহের আলী (৬০) এবং গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের তিনদহ পশ্চিমপাড়া গ্রামের জামাত আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩০)। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। এদিকে শুক্রবার রংপুর রেঞ্চের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মেদ লিটন হত্যা মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। এমপি লিটনের বড় শ্যালক বেদারুল আহসান বেতার ও গাড়িচালক ফোরকান আহম্মেদ এবং কাজের ছেলে ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। এ পর্যন্ত এমপি লিটন হত্যা মামলায় ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
×