ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোবট শিক্ষক!

প্রকাশিত: ০৫:৩৩, ২৮ জানুয়ারি ২০১৭

রোবট শিক্ষক!

আমাদের বাবা ও দাদারা যেভাবে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করেছেন বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে তা আমূল পাল্টেছে। সেই পুরনো ব্লাকবোর্ডের জায়গায় এখন এসেছে ইন্টারএ্যাকটিভ বোর্ড, ল্যাপটপ, আইপডসহ ই-লার্নিয়ের নানা সরঞ্জাম। তবে ব্রিটেন এই বছরের সেপ্টেম্বর থেকে শ্রেণীকক্ষে পাঠদান ব্যবস্থাকে আরও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। শুক্রবার প্রকাশিত এক খবরে বলা হয়েছে শ্রেণীকক্ষে মানব শিক্ষকের জায়গায় এখন পাঠদান করবে রোবট ও ড্রোন। আপাতত ১৪ থেকে ১৯ বছর বয়সী লন্ডনের এক টেকনিক্যাল কলেজের ১৮০ জন শিক্ষার্থী এই রোবট শিক্ষকের কাছে পড়ার সুযোগ পাবে। ১২ সপ্তাহের একটি কোর্স পড়াবে এই যন্ত্র মানব। এজন্য মোট ১১টি রোবটের মধ্যে ছাত্রদের পড়ানোর মতো সফটওয়্যার সংযুক্ত করা হয়েছে। ব্রিটেনে এই শিক্ষা পদ্ধতি প্রণয়নে যারা কাজ করছেন তাদের একজনের নাম ফোলেয়ার। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের মধ্যে নতুন ধরনের শিখন পদ্ধতি চালু করতে এই উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি এতে শিক্ষার্থীরা উৎসাহিত হবে। তার দাবি এই রোবট অবিকল মানুষের মতো। তাই শিশুরা ভয় পাবে না। অবশ্য ২০১২ সালে একবার এই উদ্যোগ নিয়েছিল ব্রিটিশ সরকার। তখন অনেকেই এই পদ্ধতিকে বিতর্কিত বলেছিল। কারণ হিসেবে বলা হয়েছিল এভাবে চলতে থাকলে অনেক শিক্ষকের চাকরি যাবে। তবে ব্রিটেনের এক কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক জেমস কালে এই পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা শিক্ষার্থীদের দ্রুত শেখানোর পদ্ধতি নিয়ে ভাবছিলাম। এ ক্ষেত্রে এই রোবট শিক্ষক উপকারে আসতে পারে। অবশ্য তিনি এর পাল্টা যুক্তিও দেখিয়েছেন। জেমস কালে বলেছেন, অনেক শিক্ষার্থীর মধ্যে দ্রুত শেখার ইচ্ছা থাকে না। এসব ক্ষেত্রে এই পদ্ধতি উপকারে আসবে কি না তা ভাবার বিষয়। খবরে আরও বলা হয়েছে ব্রিটেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও কয়েক শ’ স্কুলে এই রোবট শিক্ষক দিয়ে পড়ানোর প্রস্তুতি চলছে। রোবটের পাশাপাশি ড্রোনকেও এ কাজে লাগানো নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্র। Ñফেস পাঞ্চ অবলম্বনে।
×