ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আইইবির ৫৭তম কনভেনশন উদ্বোধন করবেন আজ

প্রকাশিত: ০৫:৩১, ২৮ জানুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আইইবির ৫৭তম কনভেনশন উদ্বোধন করবেন আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রামে উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর চারদিনব্যাপী কনভেনশন। দেশের প্রকৌশলীদের এ সংগঠনটির ৫৭তম কনভেনশন এবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। এতে যোগ দেবেন দেশে আইইবির ১৮টি কেন্দ্র ও ৩১টি উপকেন্দ্রের প্রকৌশলীরা। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে কনভেনশনের বিস্তারিত তুলে ধরেন আইইবির কর্মকর্তারা। শেখ হাসিনা শনিবার ঢাকা থেকে চট্টগ্রামে এসে বেলা সাড়ে ১১টায় চারদিনব্যাপী এ কনভেনশনের উদ্বোধন করবেন। প্রচলিত রীতি অনুযায়ী সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। চারদিনের এই আয়োজনের প্রতিদিনই রয়েছে সেমিনার, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী। কনভেনশন ঘিরে উৎসবের আমেজ প্রকৌশলীদের মাঝে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় শহীদ প্রকৌশলী স্মৃতি বক্তৃতা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনের সম্মানি সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর জানান, কনভেনশনের সূচনা শুক্রবার শুরু হলেও শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিনের আয়োজনের মধ্যে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও রয়েছে তিনটি স্মৃতি বক্তৃতা, ফিয়েস্কা সেমিনার, শহীদ প্রকৌশলী পরিবারকে সংবর্ধনা, বিদেশী অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এবারের কনভেনশনের প্রতিপাদ্য হচ্ছে ‘ডিজিটাল টেকনোলজি ফর ডেভেলপমেন্ট।’ আর কনভেনশনের মূল আকর্ষণ জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘ইউটাইজেশন অব ডিজিটাল টেকনোলজি ফর প্রো-পিপল ডেভেলপমেন্ট। সেমিনারের মূল প্রবন্ধ এবং বিশিষ্টজনদের আলোচনায় বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপটে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলাসহ সরকার গৃহীত এসডিজি বাস্তবায়নে উপযোগী টেকসই অবকাঠামো ডিজাইন ও নির্মাণ এবং সর্বক্ষেত্রে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতে প্রকৌশলীদের ভূমিকা ও করণীয় উঠে আসবে। লিখিত বক্তব্যে জবাবদিহিতামূলক সুশাসন প্রতিষ্ঠার জন্য কিছু সুপারিশ রাখা হয়। এরমধ্যে রয়েছে বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করা, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করে সকল ক্যাডার ও সার্ভিস পদোন্নতির সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুপারনিউমারারি পদ সৃজন করা, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল করা এবং কৃত্য পেশাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠা করা। চারদিনের কর্মসূচীর বিভিন্ন সেশনে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম এবং আমন্ত্রিত আলোচক ও অতিথিবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ কবির আহমেদ ভুঁইয়া, সহ সভাপতি খন্দকার মঞ্জুর মোরশেদ, মোঃ শাহাদাত হোসেন শেলী, মোঃ নুরুজ্জামান, মোঃ আতাউল মাসুদ, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান সাদেক মোহাম্মদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ আবদুর রশিদ, উদয় শেখর দত্ত, সম্মানি সম্পাদক প্রবীর কুমার সেন প্রমুখ। চট্টগ্রামের জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইইবি’র কনভেনশন ছাড়া চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আর কোন কর্মসূচী নেই। সকালে তিনি হেলিকপ্টারে চট্টগ্রাম সেনানিবাসে অবতরণ করবেন। কনভেনশন উদ্বোধন শেষে বিকেলেই চট্টগ্রাম ছেড়ে যাবেন।
×