ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আগ্রহী বিদেশী কূটনীতিকরা

প্রকাশিত: ০৫:৩০, ২৮ জানুয়ারি ২০১৭

সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আগ্রহী বিদেশী কূটনীতিকরা

কূটনৈতিক রিপোর্টার ॥ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন বিদেশী কূটনীতিকরা। জাতিসংঘের নেতৃত্বে বেশ কয়েকটি দেশের কূটনীতিক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য অনুমতি চেয়েছেন। আগামী জাতীয় নির্বাচন ও নির্বাচন কমিশন গঠনের বিষয়ে তারা আলোচনা করবেন। তবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার বিষয়ে তারা এখনও অনুমতি পাননি। সূত্র জানায়, আগামী একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৮ সালে। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ইতোমধ্যেই একটি সার্চ কমিটি গঠন করেছে সরকার। তবে জাতীয় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইতোমধ্যেই অনেক রাজনৈতিক দল আলোচনা করেছেন। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ঢাকায় অবস্থিত বিভিন্ন মিশনের কূটনীতিকরাও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে চেয়েছেন। ঢাকায় অবস্থিত বেশ কয়েকটি মিশনের কূটনীতিকরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে চান। তবে তারা আলাদা আলাদাভাবে এই আলোচনা করতে আগ্রহী নয়। বেশ কয়েকটি দেশের কূটনীতিক রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে চেয়েছেন। তবে তারা সম্মিলিতভাবে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। তবে সেটা হবে জাতিসংঘের নেতৃত্বে। ঢাকার জাতিসংঘ অফিস বিষয়টির সমন্বয় করছেন। জাতিসংঘের নেতৃত্বে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আগ্রহী। সে লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি অনুমতি দিলে তারা আলোচনায় অংশ নেবেন। সূত্র জানায়, জাতিসংঘের নেতৃত্বে পশ্চিমা দেশের প্রভাবশালী বেশ কয়েকটি দেশের কূটনীতিক এই আলোচনায় অংশগ্রহণ করতে আগ্রহী। এরমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ইত্যাদি দেশ রয়েছে। তারা সমন্বিতভাবে রাষ্ট্রপতির কাছে তাদের মতামত তুলে ধরবেন। তবে তারা কি কি বিষয়ে মতামত তুলে ধরবেন, সেটা নিয়ে ইতোমধ্যেই নিজেরা বৈঠক করেছেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে বেশ কয়েকটি দেশের কূটনীতিক বৈঠক করেছেন। বৈঠকে তারা আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি সময় দিলে কি কি বিষয় তারা সেখানে তুলে ধরবেন সে বিষয়ে আলোচনা করেছেন তারা। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস গণমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে জাতিসংঘের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে চান। এ বিষয়ে রবার্ট ওয়াটকিনস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরকার কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সে বিষয়ে আমরা জানতে চাই। আগামী নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে আমরা খোলামেলা আলোচনা করতে আগ্রহী। তিনি বলেছেন, সম্প্রতি নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে। এটা ইতিবাচক দিক। প্রক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের বিষয়ে জাতিসংঘের সমন্বয়কারী জানিয়েছেন, রাষ্ট্রপতি সবচেয়ে কঠিন ও ভাল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন। এক্ষেত্রে তিনি সবচেয়ে যোগ্যতাসম্পন্ন লোকদের নিয়োগ দেবেন। আমাদের এ কমিটি পর্যালোচনা করার সুযোগ হয়নি। রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রাষ্ট্রপতি গোটা প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ সজাগ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পুরো বিষয়টি স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্রপতি দেখছেন। বাংলাদেশে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান দেখতে চান কূটনীতিকরা। সকল রাজনৈতিক দল যেন এই নির্বাচনে অংশগ্রহণ করে, সেটাই প্রত্যাশা করে আসছেন তারা। এছাড়া নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বিভিন্ন সহায়তাও দিয়ে আসছে জাতিসংঘ। সে কারণে আগামী নির্বাচন সামনে রেখে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আগ্রহী। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে রাজনৈতিক সঙ্কট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ আয়োজনের চেষ্টায় ঢাকায় এসেছিলেন তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি সে সময় দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক করে সমঝোতায় আনার জন্য চেষ্টা করেছিলেন। যদিও তার সেই চেষ্টা সফল হয়নি।
×