ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেবানন ও কুয়েত সফরে প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির প্রতিনিধি দল

প্রকাশিত: ০৫:১৫, ২৮ জানুয়ারি ২০১৭

লেবানন ও কুয়েত সফরে প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির  প্রতিনিধি দল

দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে ১৮ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল সাত দিনের সফরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউনাইটেড নেশনস ইনটেরিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফআইএল) লেবানন এবং অপারেশন কুয়েত পুনর্গঠন (ওকেপি) কুয়েত এর উদ্দেশে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। - খবর বাসসর বিমান বন্দরে তাদের বিদায় জানান সশস্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, বিশেষ প্রতিনিধি দলের সদ্যসগণ প্রথম পর্বে লেবানন এবং দ্বিতীয় পর্বে কুয়েতে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও তাদের সঙ্গে পারস্পরিক কুশলাদি বিনিময় করবেন। এছাড়াও তারা জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট মিশন/স্থাপনা এলাকায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন। আইএসপিআর জানায়, বিশেষ এই প্রতিনিধি দলটি উভয় দেশের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্কোন্নয়নের জন্য কাজ করবেন। পরিদর্শন শেষে এই প্রতিনিধি দলটি ১২ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবেন বলে আইএসপিআর জানিয়েছে।
×