ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌন হেনস্তার অভিযোগে মেঘালয় রাজ্যপালের পদত্যাগ

প্রকাশিত: ০৫:১৪, ২৮ জানুয়ারি ২০১৭

যৌন হেনস্তার অভিযোগে  মেঘালয়  রাজ্যপালের  পদত্যাগ

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজ্যপাল ভি সন্মুগানাথনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেছেন। তাঁর ব্যক্তিগত সচিব সৌরভ পান্ডে বিবিসিকে এ খবর নিশ্চিত করেছেন। তবে ঠিক কি কারণে তিনি পদত্যাগ করেছেন তা জানানো হয়নি। খবর বিবিসি অনলাইনের। শিলং রাজভবনের প্রায় এক শ’ কর্মী সন্মুগানাথনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছিলেন। বুধবার পাঠানো ১১ পাতার ওই চিঠিতে কর্মচারীরা লিখেছিলেন, সন্মুগানাথনের আচরণ ‘উদ্ধত, দাম্ভিক’ এবং তিনি ‘অসত্য’ও বলেন। রাজভবনের মর্যাদা পুনরুদ্ধার করার আর্জি জানিয়ে কর্মীরা লিখেছিলেন, তিনি রাজ্যপাল পদটির মর্যাদা ক্ষুণœœ করেছেন এবং তাঁর সরকারী আবাসটিকে ‘কমবয়সী নারীদের ক্লাব’ বানিয়ে ফেলেছেন। এক সপ্তাহ আগে শিলংয়ের একটি স্থানীয় সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হয়েছিল যে এক চাকরিপ্রার্থীর সাক্ষাতকার নেয়ার সময় তিনি অশালীন আচরণ করেছেন। ওই ঘটনার জন্য পুলিশের কাছে অবশ্য কোন অভিযোগ করা হয়নি, সন্মুগানাথনও ঘটনাটি অস্বীকার করেছেন।
×