ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মৌখিক তালাক রোধে

প্রকাশিত: ০৫:১৪, ২৮ জানুয়ারি ২০১৭

মৌখিক তালাক রোধে

মিসরে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। মুসলিম ধর্মাবলম্বী পুরুষরা সাধারণত মৌখিকভাবেই স্ত্রীকে তালাক দিতে পারেন। প্রেসিডেন্ট সিসি মিসরে পুরুষদের মৌখিকভাবে তালাকের এই প্রথা নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন এবং সেজন্যে একটি আইন প্রণয়নের প্রস্তাব করেছেন। ২০১৫ সালে মিসরে প্রতি চার মিনিটে একটি করে তালাকের ঘটনা ঘটেছে। বিয়ের পাঁচ বছরের মধ্যেই সেখানে চল্লিশ শতাংশ বিবাহ বিচ্ছেদ ঘটে। সিসি বলছেন, প্রস্তাবিত আইন দম্পতিদের নিজেদের বিবাদ মিটিয়ে বিচ্ছেদের বিষয়ে মত পরিবর্তনের সুযোগ দেবে। দেশটির ধর্মীয় নেতারা বিষয়টি নিয়ে এখনও কোন মন্তব্য করেননি। Ñইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট
×