ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাইওয়ের ওপর রানওয়ে

প্রকাশিত: ০৫:১৪, ২৮ জানুয়ারি ২০১৭

হাইওয়ের ওপর রানওয়ে

জার্মানির লিপজিগ-হালে আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির ১৩তম বৃহত্তম বিমানবন্দর। বিমানবন্দরটি অবস্থিত স্কিউডিটজয়ে। লিপজিগ ও হালে দুটি শহরের লোকজনই বিমানবন্দরটি ব্যবহার করেন। ২০১৫ সালে এই বিমানবন্দর দিয়ে ২৩ লাখ লোক যাতায়াত করত। ইউরোপের মধ্যে পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর এটি, জার্মানির মধ্যে দ্বিতীয় ব্যস্ততম। তবে বিমানবন্দরটির রানওয়ে একটি হাইওয়ের ওপর তৈরি। লিপজিগ ও হালে শহর দুটি জার্মানির সবচেয়ে লম্বা শহর। এ শহর দুটিতে এমন কোন জায়গা নেই যেখানে কোন বিমানবন্দর তৈরি করা যায়। এজন্য কর্তৃপক্ষ হাইওয়ের ওপর বিমানের রানওয়ে তৈরি করেছে। Ñএ্যামিউজিং প্ল্যানেট
×