ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের ভিসানীতির প্রতিবাদ অস্কার অনুষ্ঠান বর্জন করলেন ইংরানী অভিনেত্রী

প্রকাশিত: ০৫:১৩, ২৮ জানুয়ারি ২০১৭

ট্রাম্পের ভিসানীতির প্রতিবাদ অস্কার অনুষ্ঠান বর্জন করলেন ইংরানী  অভিনেত্রী

অস্কারে মনোনয়ন পাওয়াটাও বিনোদন দুনিয়ায় একটা সম্মানের বিষয়। যেখানে এই পুরস্কার মঞ্চে বা অনুষ্ঠানে উপস্থিত থাকাটাও বেশ গৌরবের বলে মনে করেন বেশিরভাগ, সেখানে অস্কারের অনুষ্ঠান বয়কট করলেন অস্কারের জন্য মনোনীত বিদেশী ছবি ‘দ্য সেলসম্যানে’র অভিনেত্রী ইরানের জনপ্রিয় তারকা তারানে আলিদুসতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি ইরানীদের ভিসা বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরোধিতা করে অস্কার অনুষ্ঠান বয়কট করছেন বলে ওই অভিনেত্রী জানিয়েছেন। টুইট করে তারানে জানিয়েছেন, ‘ইরানীদের ভিসার ওপর এই নিষেধাজ্ঞা বর্ণবিদ্বেষমূলক। জানি এটি একটি সাংস্কৃতিক মঞ্চ, তবু এর বিরোধিতায় আমি একাডেমি এ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসব না।’ প্রসঙ্গত ট্রাম্পের নির্দেশে ইরানসহ মোট সাতটি মুসলিম অধ্যুষিত দেশের ভিসার আবেদন একমাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিবাদে সরব হয়েছেন অসংখ্য মানুষ। -আনন্দবাজার পত্রিকা
×