ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে জুতো কারখানায় অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:০০, ২৭ জানুয়ারি ২০১৭

রাজধানীতে জুতো কারখানায় অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে জুতো কারখানায় অগ্নিকা-ে একজনের মৃত্যু ও দু’জন দগ্ধ হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ দুজন নিহত হয়েছে। এছাড়া নকল প্রসাধনী কারখানা থেকে আটজন এবং এক অস্ত্র বিক্রেতাকে আটক করা হয়েছে। বুধবার রাত তিনটায় বংশালের আলুবাজার ছোট মসজিদের পেছনে একটি কারখানায় জুতো তৈরির কাজ চলছিল। জুতো সেলাইয়ের বাড়তি সুতা মোমের আগুনে পোড়ানোর সময় কেমিক্যালে আগুন লেগে যায়। এ সময় তিন কারিগর ওসমান (২১), আল আমিন (২৫) ও আব্দুস সামাদ (৩১) দগ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আল আমিনের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনা ॥ বুধবার রাত দুটায় দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার কাছে চাংপাই চায়নিজ রেস্তুরাঁর সামনে সড়ক দুর্ঘটনায় বর্ষা নামে পথশিশু এক কিশোরী নিহত হয়। অন্যদিকে রাত সাড়ে বারোটার দিকে হাতিরঝিলে আবদুল্লাহ আল মামুন (৫০) নামে একজনের মৃত্যু হয়। গ্রেফতার ॥ বৃহস্পতিবার সকালে নয়াবাজারে একটি নকল প্রসাধনী তৈরির কারখানা থেকে আটজনকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে বাড্ডার আফতাবনগর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়দানকারী তারেক আহমেদ অনিক ওরফে ডিজে অনিক (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা বুলেটসহ আটক করেছে র‌্যাব।
×