ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঠ্যপুস্তকে ভুল-ত্রুটির জন্য দায়ী ব্যক্তিরা রেহাই পাবে না ॥ গণশিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৯, ২৭ জানুয়ারি ২০১৭

পাঠ্যপুস্তকে ভুল-ত্রুটির জন্য দায়ী ব্যক্তিরা রেহাই পাবে না ॥ গণশিক্ষামন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ পাঠ্যপুস্তকে ভুল-ভ্রান্তি ও ত্রুটির সঙ্গে দায়ী ব্যক্তিরা কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, যে ভুল-ভ্রান্তিগুলো ইচ্ছা ও অনিচ্ছাকৃত এবং এই ত্রুটিগুলোর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে এবং ইতোমধ্যে কয়েকজনকে শাস্তি দেয়া হয়েছে। বাকি তদন্ত সম্পন্ন হলে এ সবের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের কোন ভুলের পুনরাবৃত্তি না হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুপস্থিতিতে তার পক্ষে সংসদে উত্তর দেন গণশিক্ষামন্ত্রী। মন্ত্রী এ প্রসঙ্গে আরও জানান, এই বিষয়টি দুই মন্ত্রণালয়ের জন্যই গুরুত্বপূর্ণ। আর এনসিটিবি বলে একটি প্রতিষ্ঠান আছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। আমাদের কোন বই দরকার হলে তারা তা ছাপিয়ে দেয়। কারিকুলাম থেকে শুরু করে সমস্ত কিছু ওনারা করেন। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি করেছে। সেই তদন্ত কমিটির মাধ্যমে কিছু বিষয় উঠে এসেছে তা পত্রিকায় এসেছে। তিনি বলেন, এবারেই কিন্তু প্রথম এ কথাগুলোর বেশিরভাগ এসেছে। তবে বইয়ের মান নিয়ে কথা ওঠেনি। ভুলে ভরা কিছু কথা এসেছে। ইতিহাস বিকৃতির বিষয়টাও আসেনি। বলা হয়েছে অন্যান্য বিষয় নিয়ে। মোটকথা বিস্তারিত বিষয়টি নিয়েই তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত কমিটি রিপোর্ট দেয়ার আগে শুধু এতটুকু বলতে পারি, ইতোমধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। দায়ী ব্যক্তিরা কেউই রেহাই পাবে না।
×