ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছায়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন টিউলিপ

প্রকাশিত: ০৮:৪৯, ২৭ জানুয়ারি ২০১৭

ছায়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন টিউলিপ

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রেক্সিট ইস্যুতে ছায়ামন্ত্রীর (শিশু শিক্ষাবিষয়ক) পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিকী। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি এক চিঠিতে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে। খবর গার্ডিয়ানের। টিউলিপ তার পদত্যাগপত্রে লিখেছেন, সবসময় বলেছি, আমি হাম্পস্টিপ ও কিলবার্নে (নির্বাচনী এলাকা) ওয়েস্ট মিনিস্টারের (যুক্তরাজ্য পার্লামেন্ট) প্রতিনিধিত্ব করি না বরং ওয়েস্ট মিনিস্টারে আমি আমার নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করি। আমি মনে করি প্রধানমন্ত্রীর টেরেসা মে’র হার্ড ব্রেক্সিট মোকাবিলা করার জন্য আমার কার্যকর পন্থা হচ্ছে ব্যাকবেঞ্চে। ব্রেক্সিট কার্যকরে আর্টিকেল ৫০ বিলে লেবার এমপিদের সমর্থন ও থ্রি লাইন হুইপ (যুক্তরাজ্যের পার্লামেন্টে দলীয় সিদ্ধান্ত মানতে কোন দলের নেতার নির্দেশে সদস্যদের বাধ্য করার অবস্থা) জারির পরিকল্পনার কথা জানার পর বৃহস্পতিবার এই ফ্রন্টবেঞ্চ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ। তিনি বলেন, আমি আর্টিকেল ৫০ বিল বলবৎ করার সিদ্ধান্ত সমর্থন করি না, তাই আমি ফ্রন্টবেঞ্চে থাকতে পারব না। পদত্যাগপত্রে ব্রেক্সিট নিয়ে টিউলিপ লিখেন, আমার নির্বাচনী এলাকার তিন-চতুর্থাংশ মানুষ ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে রায় দিয়েছেন। এই বিতর্কে আমি তাদের পক্ষে থাকব। সরকার পার্লামেন্টে কী বিল আনে, সে ব্যাপারে আমার নজর থাকবে। লেবার পার্টিতে আমার সহকর্মীদের আনা যে কোন সংশোধনীর ক্ষেত্রেও অবশ্যম্ভাবীভাবে এটা প্রযোজ্য। এসব পদক্ষেপ যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা, আবাসন মর্যাদা (রেসিডেন্সিয়াল স্ট্যাটাস) ও জীবনযাত্রার মানের মতো বিষয়গুলোর সুরক্ষা না দেবে; ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হবো না।’ ২৩ জুন অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটে টিউলিপের নির্বাচনী এলাকার ৭৫ শতাংশ ভোট পড়েছে ইইউ ত্যাগ করার বিপক্ষে। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার কন্যা টিউলিপ ২০১৫ সালে প্রথম ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হন। গত সেপ্টেম্বরে পুনরায় নির্বাচিত হওয়ার পরে বিরোধী দলীয় নেতা করবিনের ছায়া মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হন তিনি।
×