ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৮:১৩, ২৭ জানুয়ারি ২০১৭

গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বৃহস্পতিবার গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন। সকাল দশটার দিকে তিনি ঢাকা থেকে সরাসরি কিশোরী উন্নয়ন কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ওই কেন্দ্রের নিবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি নিবাসীদের এ কেন্দ্রে আসার কারণ, মামলার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। পরে তিনি নিবাসীদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, তাদের থাকার স্থান ঘুরে দেখেন। প্রধান বিচারপতি কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে গেছেন এমন খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, জেলা সমাজসেবা কর্মকর্তা শংকর সরণ সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছুটে যান। পরিদর্শনকালে প্রধান বিচারপতি কিশোরী উন্নয়ন কেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি কেন্দ্রের তত্ত্বাবধায়ককে সকল নিবাসীদের মামলার যাবতীয় তথ্য তার দফতরে পাঠানোর জন্য নির্দেশ প্রদান করেন।
×