ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-মস্কো সম্পর্ক এখন উচ্চতর পর্যায়ে ॥ রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৫, ২৭ জানুয়ারি ২০১৭

ঢাকা-মস্কো সম্পর্ক এখন উচ্চতর পর্যায়ে ॥ রুশ পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকা-মস্কোর পারস্পরিক সম্পর্ক সমতা ও আস্থার মাধ্যমে উচ্চতর পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আন্তর্জাতিক পর্যায়েও ঢাকার সঙ্গে মস্কোর সহযোগিতা বেড়েছে বলে তিনি জানান। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, ঢাকা-মস্কো সম্পর্ক এখন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয়ে বিস্তৃত। বাংলাদেশ ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাণী বিনিময়ে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৯৭২ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাণী বিনিময় করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে উচ্চতর সম্পর্ক বিরাজ করছে।
×