ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেক্সিকো প্রেসিডেন্টের ওয়াশিংটন সফর বাতিল

প্রকাশিত: ০৮:০৫, ২৭ জানুয়ারি ২০১৭

মেক্সিকো প্রেসিডেন্টের ওয়াশিংটন সফর বাতিল

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচ বহন না করলে মেক্সিকো প্রেসিডেন্টের পূর্ব নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করা উচিত। দেয়াল নির্মাণের ব্যয় মেক্সিকো বহন করবে না বলে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর ঘোষণার পর বৃহস্পতিবার ট্রাম্প একথা বলেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এ বক্তব্যের পর ৩১ জানুয়ারির পূর্ব নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন মেক্সিকো প্রেসিডেন্ট। খবর বিবিসির। এর আগে সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন এনরিক। তিনি এজন্য এক পয়সাও দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। এদিকে দেয়াল নির্মাণের সিদ্ধান্তের খবরে মেক্সিকো প্রেসিডেন্ট আগামী সপ্তাহে ওয়াশিংটনে তার পূর্ব নির্ধারিত সফর ‘বাতিল’ করেছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ ধরনের খবর প্রকাশ করা হয়। মুসলিম শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ॥ এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাতটি মুসলিম দেশ থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসার বিধিনিষেধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের ভিসা দেয়া আকটাতে যাচ্ছেন তিনি। আপাতত চার থেকে ছয় মাস এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। প্রেসিডেন্ট পদে শপথ নেয়ার পর এটাই ট্রাম্পের প্রথম বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ হতে চলেছে।
×