ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটির প্রথম সভা কাল

প্রকাশিত: ০৭:৪৬, ২৭ জানুয়ারি ২০১৭

সার্চ কমিটির প্রথম সভা কাল

বিডিনিউজ ॥ নতুন নির্বাচন কমিশন গঠনে নাম সুপারিশের দায়িত্ব পাওয়া সার্চ কমিটি প্রথম সভায় বসছে আগামীকাল শনিবার। আহ্বায়কের ‘সম্মতিতে’ শনিবার বেলা ১১টায় সুপ্রীমকোর্টের জাজেজ লাউঞ্জে বসবেন বলে জানিয়েছেন সার্চ কমিটির দুই সদস্য। সার্চ কমিটির সদস্য সিএজি মাসুদ আহমেদ বলেন, ‘আমাদের কমিটির প্রথম সভার স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে। আহ্বায়কের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ তিনি আরও জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই তাকে সভার বিষয়ে জানানো হয়েছে। সার্চ কমিটির প্রথম সভা সুপ্রীমকোর্টের জাজেজ লাউঞ্জে হবে শনিবার বেলা ১১টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘কমিটির প্রথম সভার সময় ঠিক হয়েছে শনিবার। আমরা আলোচনা করে পরবর্তী বিষয়গুলো জানতে পারব।’ চট্টগ্রামে থাকা শিরীন আখতার জানান, তিনি প্রজ্ঞাপন পেয়েছেন, সময় ও স্থান নির্ধারিত হলেই যথাসময়ে সভায় যোগ দেবেন। ছয় সদস্যের এই সার্চ বা অনুসন্ধান কমিটি বুধবার গঠন করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। কমিটির প্রধান করা হয়েছে সুপ্রীমকোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে। বর্তমান ইসি গঠনে গতবারও একই দায়িত্ব পালন করেছিলেন তিনি। এ কমিটির অন্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারী কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীন আখতার।
×