ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নর্দান ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৭:২৩, ২৭ জানুয়ারি ২০১৭

নর্দান ভার্সিটিতে সেমিনার

নর্দান ইউনিভার্সিটির বাংলাদেশ-এ ‘সফটওয়্যার কোয়ালিটি এ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি ইন ডিজিটাল ওয়ার্ল্ড’ বিষয়ক সেমিনার বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকরাম আলী শেখের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। সেমিনারে প্রধান বক্তা ছিলেন আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সিনিয়র তথ্য প্রযুক্তি কনসালটেন্ট আবু সৈয়দ মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, রেজিস্ট্রার লে. কর্নেল একতেদার আহমদ সিদ্দিকী (অব), প্রফেসর ড. সাহাদাত কবীর ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রায়হান-উল-মাসুদ। সেমিনারে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ। Ñবিজ্ঞপ্তি ইস্কাটন গার্ডেনে কাল ৪৬তম সাওল হার্ট সেমিনার আগামীকাল শনিবার বিকেল ৪টায়, ২৬ ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকায় বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারের পথিকৃৎ প্রতিষ্ঠান সাওল হার্ট সেন্টারে অনুষ্ঠিত হবে ‘৪৬তম সাপ্তাহিক সাওল হার্ট সেমিনার।’ সেমিনারে সূচনা বক্তব্য রাখবেন সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং কবি মোহন রায়হান। সেমিনার পরিচালনা করবেন সাওল হার্ট সেন্টারের কনসালটেন্ট ডাঃ ফারহান আহমেদ ইমন। এছাড়া ইয়োগা ও মেডিটেশন কোর্স পরিচালনায় থাকবেন সাওল ফিটনেস সেন্টারের প্রশিক্ষক সোনিয়া সুলতানা। উল্লেখ্য, প্রতি শনিবার বিকেল ৪টায়, ২৬ ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকায় সাওল হার্ট সেন্টার ‘সাপ্তাহিক সাওল হার্ট সেমিনার’ অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশগ্রহণ করতে ০১৭৭৭৭৮০৮৫১-৫৩ ও ০১৭৪৪২৫১২২২ নম্বরে যোগাযোগ করে ফ্রি নাম রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা যাচ্ছে। -বিজ্ঞপ্তি
×