ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ ১৮-২১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৭:২২, ২৭ জানুয়ারি ২০১৭

বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ ১৮-২১  ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৮-২১ ফেব্রুয়ারি চারদিনব্যাপী বিশ্ব ওলী হযরত শাহসূফী খাজাবাবা ফরিদপুরী কেবলাজানের উরস শরীফ অনুষ্ঠিত হবে। ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশের ভক্তরা অংশ নেবেন। চারদিনের উরস শরীফ ঘিরে বিশ্ব জাকের মঞ্জিলে তিন মাসের বেশি সময় ধরে চলছে প্রস্তুতি। আয়োজকরা বলছেন, এবারের আয়োজনে শান্তিকামী মানুষের উপস্থিতি অতীতের সব রেকর্ড অতিক্রম করতে পারে। সেদিকে লক্ষ্য রেখে এবারের ভেন্যু ৪০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে করা হচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষের জন্য পৃথক পৃথক কম্পাউন্ডও থাকছে। একযোগে লাখো মানুষের খাবারের জন্য ১০টি খাবার মাঠ প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও থাকবে নিজস্ব স্বেচ্ছাসেবক। পুরো এলাকা ঘিরে থাকছে ৫০টিরও বেশি গার্ড়ি পার্কিংয়ের স্থান। অগ্নিনির্বাপণের জন্য থাকবে দমকল বাহিনী। আর্চওয়ে ও সিসিটিভির ব্যবস্থাও করা হয়েছে। মেডিক্যাল ক্যাম্প, আধুনিক মিডিয়া সেন্টার স্থাপনসহ ৫৮টি বিভাগের অবকাঠামো নির্মাণের প্রস্তুতি চলছে। পীরজাদা খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ও পীরজাদা খাজা মোস্তফা আমীর মুজাদ্দেদী প্রস্তুতি কর্মকা- নিয়মিত তদারকি করছেন। ঢাকা-দাম্মাম-ঢাকা ফ্লাইট সূচীতে পরিবর্তন বিমানের অন্তর্বর্তীকালীন ফ্লাইট সিডিউল পরিবর্তনের জন্য আগামী ২ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত দাম্মামগামী ফ্লাইটের সময়সূচী রদবদল করা হয়েছে। পরিবর্র্তিত সময়সূচী অনুযায়ী ঢাকা-দাম্মাম সেক্টরে বিজি-০৪৯ ফ্লাইট পূর্ব নির্ধারিত সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের পরিবর্তে দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে। একইভাবে দাম্মাম-ঢাকা সেক্টরে বিজি-০৫০ ফ্লাইট দাম্মামের স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৭টায় দাম্মাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ঢাকা-দাম্মাম সেক্টরে বিমান সপ্তাহে ৩টি ফ্লাইট বৃহস্পতি, শনি ও মঙ্গলবার অপারেট করে। সম্মানিত যাত্রীগণকে বিস্তারিত জানতে ভিজিট করুন িি.িনরসধহ-ধরৎষরহবং.পড়স-বিজ্ঞপ্তি
×