ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদে প্রতিমন্ত্রী

হিজড়াদের চাঁদাবাজি দমনে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রকাশিত: ০৭:২১, ২৭ জানুয়ারি ২০১৭

হিজড়াদের চাঁদাবাজি দমনে পদক্ষেপ নিচ্ছে সরকার

সংসদ রিপোর্টার ॥ ঢাকা শহরের বিভিন্ন স্থানে হিজড়াদের চাঁদাবাজি দমনে সরকার পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার গুরুমাতাগণের সমন্বয়ে এসব সমস্যার বিষয়ে আলোচনা করা হয়েছে। হিজড়াদের সামাজিক অনাচার দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে জাসদ দলীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে এ কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সরকারী দলের সংসদ সদস্য ইস্রাফিল আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশে বেদে, হিজড়া ও হরিজন সম্প্রদায়ের পরিসংখ্যাগত কোন জরিপ হয়নি। তবে সমাজসেবা অধিদফতরের জেলা পর্যায়ের তথ্য অনুযায়ী ৭৫ হাজার ৭০২ জন বেদে, ১০ হাজার ১৩৯ জন হিজড়া এবং ২ লাখ ৬৪ হাজার ৬১৬ জন হরিজন রয়েছে। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ অনুযায়ী, প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৭১৬ জন। তিনি জানান, স্কুলগামী বেদে, হিজড়া ও হরিজন শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে চার স্তরে উপবৃত্তি প্রদান করা হয়। ৫০ বছর বা তদুর্ধ বয়সের অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বয়স্ক ভাতা/বিশেষ ভাতা মাসিক ৬শ’ টাকা এবং বেদে ও হরিজনদের মাসিক ৫শ’ টাকা করে প্রদান করা হয়। এছাড়া প্রতি জেলায় ৫০ জনকে ৫০ দিনের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনশীল কর্মকা-ে সম্পৃক্ত করে তাদের সমাজের মূল স্রোতধারায় আনা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে অসহায় শিশু-কিশোরদের হয়রানি, নির্যাতন এবং দুর্নীতির বিষয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানান, সমাজকল্যাণমন্ত্রী সমাজের কল্যাণের জন্য কাজ করেন। এক্ষেত্রে কোন্ কোন্ প্রতিষ্ঠান সঠিক দায়িত্ব পালন করছে না, দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িত কিংবা নির্যাতনের অভিযোগ উঠেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শীঘ্রই এসব বন্ধ হবে। যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
×