ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাল ফ্যাশনে পুরনো স্টাইল

প্রকাশিত: ০৬:২৬, ২৭ জানুয়ারি ২০১৭

হাল ফ্যাশনে পুরনো স্টাইল

সদা পরিবর্তনশীল এই ফ্যাশন দুনিয়া। গতকাল যা ছিল অতীত তাই ফিরে আসে ভবিষ্যত হয়ে। স্মৃতিতে দোলা দেয় পুরনো দিন, ফিরে ফিরে আসে অতীতের স্বর্ণালী স্মৃতি। সম্ভবত ফ্যাশন দুনিয়াতেই এটি সম্ভব। যা ছিল কালের গর্ভে হারিয়ে যাওয়া স্মৃতি তা ফিরে আসে স্বমহিমায়। বলা যায় দখল করে নেয় ফ্যাশন দুনিয়া। এ যেন ইতিহাসের ফিরে আসা, ইতিহাসের পুনরাবৃত্তি। এর সত্যতা প্রমাণিত হয়েছে অতীতে অনেকবার। অতীতের মতোই ফ্যাশন দুনিয়া মাতাচ্ছে পুরনো স্টাইল। নিচের বিষয়গুলো মিলিয়ে নিন, পেয়ে যাবেন ফ্যাশানের ফিরে আসার সত্যতা। লিখেছেন- আকিল জামান ইনু ছেঁড়া জিন্স সেই চুল উড়িয়ে বাইকে হাওয়ার বেগে উড়ে যাওয়া ক্রেইজি তরুণ- হাঁটু ছেঁড়া জিন্স কিংবা নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছেঁড়া জিন্সে বেড়ানো নিয়ম ভাঙা তারুণ্য মনে করিয়ে দেয় ’৯০-দশকের এক প্রজন্মকে। যেন ফিরে এসেছে সে সময়। আবার ছেঁড়া জিন্স দখল করেছে তরুণ তরুণীর হৃদয়। ছেঁড়া জিন্স এখন হালের ফ্যাশন। ডেনিম ওভারঅলস ডেনিম ওভারঅলস ছিল বিংশ শতাব্দীর অন্যতম কাক্সিক্ষত পোশাক। বিশেষ করে যারা পোশাক পরিধানে আরামকে প্রাধান্য দিতেন তাদের জন্য ফিরে এসেছে ডেনিম ওভারঅলস। হাই ওয়েস্টেড জিন্স ফিরে এসেছে পুরনো দুনিয়া মাতানো হাই ওয়েস্টেড জিন্স। ভাবা হয়েছিল হারিয়ে গেছে, অনেকটা জীবনানন্দের হারিয়ে যাওয়া নায়িকার মতোই। আক্ষেপের কিছু নেই, ফিরে এসেছে ফ্যাশনপ্রেমীদের হাই ওয়েস্টেড জিন্স। মাতাচ্ছে বাজার। ডেনিম ভেস্ট যেন তাচ্ছিল্ল্যভরে উড়িয়ে দিচ্ছেন সব অপছন্দের নিয়ম। ডেনিম ভেস্টে জমা ধুলো উড়িয়ে তারুণ্যের ভাব ছিল সেটাই। আবার বুঝি ফিরে এলো সেই দিন। সেই ফুঁ-দিয়ে ধুলো উড়িয়ে দেয়া ডেনিম ভেস্ট এখন ফ্যাশন জগত দাপিয়ে বেড়াচ্ছে। আপনার তারুণ্যের দিন ফিরে পেতে পরে দেখতে পারেন। ডেনিম জ্যাকেট কি চিত্র তারকা, দুনিয়া মাতানো মডেল, গলির রকে বসা বখাটে তরুণ কিংবা তরুণীদের হৃদয় হরণ করা সানগ্লাস কপালে তোলা প্রেমিক প্রবর সবার হৃদয় জুড়ে ছিল ডেনিম জ্যাকেট। ডেনিম জ্যাকেট যেন এক স্বপ্ন। কিছুটা বিরতি দিয়ে আবারও ফিরে এসেছে তারুণ্যের স্বপ্নে ডেনিম জ্যাকেট। ফিরে এসেছে ফ্যাশনের পুরনো দিন। ব্ল্যাক লেদার জ্যাকেট কালো শোকের রং আর ফ্যাশন দুনিয়ায় কালো এমন এক রং যা বদলে দেবে আপনার উপস্থিতি। আর সেই কালো যদি হয় লেদার জ্যাকেটে তবে তো কথাই নেই। বিন্দাস। চোকার্ড শার্ট শার্ট নিয়ে ফ্যাশন প-িতদের গবেষণার শেষ নেই। হয়তো হবেও না। কিন্তু চোকার্ড এমন একটি শার্ট যা সম্ভবত শার্টের দুনিয়ায় শেষ কথা। ’৯০-এর সেই চোকার্ড এখন আর কেবল পুরুষদের সম্পত্তিতে নেই। সমান কাক্সিক্ষত নারী-পুরুষ সবার কাছেই। বলা যায় রাজা ফিরে এসেছেন সম্রাট হয়ে। গোল সানগ্লাস ফিরে এসেছে সেই গোল সানগ্লাস পরা মামাস বয়েজের দিন। সেই ’৯০-এর সুবোধ বালক। কেবল পোশাক নয় সানগ্লাস যোগ করে স্টাইলে নতুন মাত্রা। ফুলেল পোশাক ফ্যাশন জগতে ধারণা ছিল চির বসন্তের প্রতিনিধিত্ব করে ফুলেল প্রিন্ট। একসময় হরণ করেছিল তরুণীদের হৃদয়। সাময়িক বিরতি দিয়ে ফিরে এসেছে আবার ফুলেল প্রিন্টের পোশাক। চোখ জুড়িয়ে দেয় চারপাশে ফুলের সমাহার। মিলিটারি বুটস যদি থেকে থাকে, সময় এসেছে আপনার ওয়ারড্রোব থেকে মিলিটারি বুটজোড়া বের করে ধুলো ঝাড়ার। আপনার ফ্যাশন স্টেটমেন্টকে তা দেবে নতুন মাত্রা। ছবি : নাঈম ইসলাম
×