ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নগরায়ণে জেনেটিক পরিবর্তন

প্রকাশিত: ০৬:২৫, ২৭ জানুয়ারি ২০১৭

নগরায়ণে জেনেটিক পরিবর্তন

পৃথিবীতে যেভাবে খুব দ্রুত গতিতে শহরের পরিধি বাড়ছে তাতে গাছপালা এবং পশুপাখির জেনেটিক গঠনেও পরিবর্তন ঘটছে বলে এক জরিপে বরা হয়েছে। পরিবেশের জন্যে এসব উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ। গবেষকরা সতর্ক করে দিয়ে বলছেন, নগরায়নের কারণে বহু প্রজাতি নিজেদের পরিবর্তন ঘটাচ্ছে, এমনকি কিছু কিছু প্রজাতি বিলুপ্তও হয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের আশঙ্কা, এর ফলে পরিবেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তারা বলছেন, এর ফলে বীজের ছড়িয়ে পড়া বাঁধাগ্রস্ত হতে পারে, বদলে যেতে পারে পশুপাখির শারীরিক গঠন, তাদের আচার আচরণ, এমনকি তাদের প্রজননের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে, দেখা দিতে পারে নতুন নতুন সংক্রামক ব্যাধি, মারাত্মকভাবে দূষিত হতে পারে চারপাশের পরিবেশ। এই গবেষণার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের একজন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ড. মেরিনা আলবের্টি। তিনি বলছেন, সারা বিশ্বেই নগরায়নের ফলে বিবর্তনের ওপরেও তার প্রভাব পড়ছে। ‘গবেষণায় আমরা খুব স্পষ্ট দেখেছি, নগরায়নের ফলে শহুরে এলাকায় ফেনোটাইপিক পরিবর্তন ঘটছে। ফেনোটাইপিক পরিবর্তন বলতে বোঝায় কোন প্রাণী বা উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন তাদের আকৃতি ও গঠন, জীবনধারা অথবা আচরণ ইত্যাদিতে পরিবর্তন। সাধারণত প্রকৃতিতে এসবের যে পরিবর্তন ঘটে তার চেয়েও অনেক বেশি পরিবর্তন ঘটেছে শহরাঞ্চলে।’ বীজের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন ঘটতে পারে তার একটি উদাহরণ এ রকম : ‘গাছপালার বীজ ছড়ায় বাতাসে। গবেষকরা বলছেন, যেসব বীজ ওজনে ভারি, সেগুলো থেকে ভাল ফল পাওয়া যায়। কারণ এগুলো কাছেই মাটিতে পড়ে যায়। কিন্তু হালকা বীজ বাতাসে উড়ে চলে যায় বহু দূর। আর সেগুলো গিয়ে পড়ে কংক্রিটের ওপর, সেসব বীজ তখন সহজে অঙ্কুরিত হতে পারে না।’ পরিসংখ্যানে বলা হচ্ছে, পৃথিবীর যতো জনসংখ্যা তার অর্ধেকেরও বেশি এখন শহরাঞ্চলে বসবাস করে। এবং এই সংখ্যা খুব দ্রুত গতিতেই বাড়ছে। সারা বিশ্বের বিভিন্ন শহরে শোরও বেশি প্রজাতির ওপর ওপর জরিপ চালিয়ে গবেষকরা এসব কথা বলেছেন। পাওয়া তথ্য বিশ্লেষণ করে তারা এখন দেখার চেষ্টা করছেন নগরায়নের ফলে প্রকৃতি ও পরিবেশে এবং জীব বৈচিত্র্যে কি ধরনের বিবর্তনের ঘটনা ঘটছে। সূত্র : বিবিসি
×