ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত জন্ডিসে আক্রান্ত, উন্নয়ন চোখে দেখে না ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৫, ২৭ জানুয়ারি ২০১৭

বিএনপি-জামায়াত জন্ডিসে আক্রান্ত, উন্নয়ন চোখে দেখে না ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৬ জানুয়ারি ॥ নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, গণতন্ত্র ও ইসলামের নামে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। পেট্রোলবোমা মেরে রাস্তায় গাড়িতে আগুন দিয়ে ১৭ পুলিশ, দুই মুক্তিযোদ্ধা এবং দুই বিজিবি সদস্যসহ অনেক মানুষকে পুড়িয়ে মেরেছে। এদের হাত থেকে হাঁস-মুরগি, গরুও নিস্তার পায়নি। তারা ক্ষমতায় থাকতে জঙ্গীবাদের উত্থান ঘটিয়েছে, এখন জঙ্গীদের মদদ দিচ্ছে। তাদের কথায় বাংলার মানুষ এখন আর আন্দোলনে নামে না। বিএনপি-জামায়াত এখন জন্ডিস রোগে আক্রান্ত। তারা সরকারের উন্নয়ন চোখে দেখে না। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা টাউন হলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌমন্ত্রী। কাস্টমস এক্সাইজ এ্যান্ড ভ্যাট কমিশনারেট-কুমিল্লার কমিশনার মোঃ মাহবুবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) মোঃ ফিরোজ শাহ আলম, কুমিল্লা কর অঞ্চলের কমিশনার ড. সামস্ উদ্দিন আহমেদ, বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান (এসপিপিজি), জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আবদুল মোমেন প্রমুখ। নৌমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। গত সাত বছরে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতিসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। সারা পৃথিবী আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। যারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলত, তারাই এখন বলছে বাংলাদেশে উন্নয়নের ঝুঁড়ি উপচে পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে দেশকে আজ পাপমুক্ত করেছেন। দেশে আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালিত হলে দেশ বিপথগামী হবে না। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শেখ হাসিনা এখন ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছেন। এখন আমাদের দেশের জনসংখ্যা জনশক্তিতে রূপ নিয়েছে। দরিদ্রসীমা ৪০ ভাগ থেকে ২২ ভাগে নেমে এসেছে। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় অর্থ আদায়ের প্রধান মাধ্যম জাতীয় রাজস্ব বোর্ড। রাষ্ট্রীয় আয় বাড়লে একটি পদ্মা সেতু কেন, বহু পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হবে এবং সকল ক্ষেত্রেই উন্নয়ন বাড়বে। আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর খাদ্য ঘাটতি কাটিয়ে এখন উদ্বৃত্ত খাদ্য রফতানি করছে। দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা গেলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ পশ্চিমা অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। পরে মন্ত্রী বিবিরবাজার স্থলবন্দর পরিদর্শনে যান এবং সিএ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের সঙ্গে বন্দরের সমস্যা ও বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এরপর তিনি চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন।
×